সদ্যই শেষ হয়েছে আইপিএল-এর নিলাম। চারিদিকে মাতামাতি চলছে নিলাম নিয়ে। এরই মধ্যে উইমেন্স প্রিমিয়ার লিগের নিলামেরও খবরও চলে এলো। ২০২৫-এ হতে চলা মহিলা প্রিমিয়ার লিগের তৃতীয় সিজনের এই ‘মিনি অকশন’ আগামী ১৫ ডিসেম্বর বেঙ্গালুরুতে অনুষ্ঠিত হবে।
৫টি ফ্র্যাঞ্চাইজিকে নিয়ে হতে চলা এই মিনি নিলামে স্লট ফাঁকা রয়েছে ১৯টি। এর মধ্যে ১৪টি স্লট ভারতীয় ক্রিকেটারদের জন্য নির্ধারিত। বাকি ৫টিতে নেওয়া হবে বিদেশি খেলোয়াড়দের। ৫টি ফ্র্যাঞ্চাইজি মিলে মোট ১৫ কোটি টাকা খরচ করতে পারবে খেলোয়াড় কেনার জন্য।
Advertisement
সবথেকে বেশি খরচ করতে পারবে গুজরাট জায়ান্টস। তাদের কাছে খেলোয়াড় কেনার জন্য রয়েছে ৪.৪ কোটি টাকা। ৪টে স্লট কিনতে পারবে তারা। গুজরাটের পরেই রয়েছে উত্তরপ্রদেশ। ইউপি ওয়ারিয়ার্সের হাতে রয়েছে ৩.৯ কোটি টাকা। গতবারের চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে রয়েছে ৩.২৫ কোটি টাকা। তারা দলে নিতে পারবে ৪ জন ক্রিকেটারকে। এর পরেই রয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স, যাদের হাতে রয়েছে ২.৬৫ কোটি টাকা।
Advertisement
গতবার, অর্থাৎ ২০২৪ এর মহিলা প্রিমিয়ার লিগের জয়ের শিরোপা জুটেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মাথায়। আরসিবির এলিস পেরি মোট ৩৪৭ রান করেন ২০২৪-এর মহিলা প্রিমিয়ার লিগে, যা টুর্নামেন্টের সর্বোচ্চ।
Advertisement



