লাল বলের ক্রিকেটে বিরাট কোহলিকে আর দেখা যাবে কি না, তা নিয়ে ক’দিন ধরেই চলছিল বিস্তর জল্পনা চলছিল। বোর্ড কর্তাদের কোনও অনুরোধও শেষ পর্যন্ত কাজে এল না। টেস্ট ক্রিকেটকে অবশেষে বিদায় জানালেন বিরাট কোহলি। গত বুধবার টেস্ট ক্রিকেট থেকে রোহিত শর্মার অবসর ঘোষণার পর কোহলিও সোমবার অবসরের সিদ্ধান্ত ঘোষণা করলেন।
অবসর নিয়ে কোহলি বলেন, ‘টেস্ট ক্রিকেটে ১৪ বছর হয়ে গেল ব্যাগি ব্লু জার্সি পরেছি। সত্যি বলতে, কখনও ভাবিনি যে এই ফরম্যাট আমাকে এতটা এগিয়ে নিয়ে যাবে। টেস্ট ক্রিকেটই আমাকে তৈরি করেছে। ক্রিকেটের এই দীর্ঘ ফর্ম্যাট আমাকে যে শিক্ষা দিয়েছে, তা সারাজীবনের পাথেয়।’
বর্ণময় টেস্ট কেরিয়ারে কোহলি ১২৩ ম্যাচ খেলে করেছেন ৯২৩০ রান। গড় ৪৬.৮৫। ৩০টি সেঞ্চুরি এবং ৩১টি হাফ সেঞ্চুরি রয়েছে বিরাটের নামের পাশে। প্রাক্তন টেস্ট অধিনায়ক বিরাট কোহলির নেতৃত্বে ভারত মোট ৬৮টি ম্যাচ খেলেছে, যার মধ্যে জয় পেয়েছে ৪০টি ম্যাচে, ১৭টি ম্যাচে ভারত পরাজিত হয়েছে এবং ১১টি খেলা ড্র হয়।
২০১৯ সালে পুণেতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলেছিলেন অপরাজিত ২৫৪ রানের ইনিংস, যা টেস্ট ক্রিকেটে কোহলির সর্বোচ্চ রানের ইনিংস। ভারতের হয়ে সাদা জার্সি গায়ে তিনি যে আর খেলতে ইচ্ছুক নন, একথা বোর্ডকে আগেই জানিয়ে দিয়েছিলেন কোহলি। কোহলি নাকি অস্ট্রেলিয়ায় বর্ডার-গাভাসকর ট্রফি চলাকালীন অনেকবার বোর্ডকে এবং তাঁর সতীর্থদের মনে করিয়ে দিয়েছিলেন, তাঁর টেস্ট কেরিয়ার খুব শীঘ্রই শেষ হতে চলেছে। অবশেষে অবসর নিয়েই ফেললেন কিং কোহলি।