কোহলিকে বিশ্বকাপ দলে চাইছেন না ভন

Written by SNS April 9, 2024 12:56 pm

নিজস্ব প্রতিনিধি— বিরাট কোহলিকে আসন্ন টি-২০ বিশ্বকাপে ভারতীয় দলে রাখার কোনও প্রয়োজন নেই বলে জানিয়ে দিলেন প্রাক্তন ক্রিকেটার মাইকেল ভন৷ তাঁর মতে, কোহলি ও কেএল রাহুলদের দলে নেওয়া মানে টি-২০ বিশ্বকাপে ভারত পিছনের সারিতে চলে যাওয়া নিশ্চিত৷ তবে মাইকেল ভন যাই বলুন না কেন, এই মুহূর্তে কোহলি দুরন্ত ছন্দে রয়েছেন৷ নির্বাচকরা জানিয়েছিলেন, যদি কোহলি টি-২০ বিশ্বকাপ দলে থাকতে চান, তাহলে আইপিএলে ভাল স্কোর করতে হবে৷ ইতিমধ্যে পাঁচটা ম্যাচে তাঁর ব্যাট করা হয়ে গেল৷ তারমধ্যে দুটো হাফ সেঞ্চুরির সঙ্গে করে ফেললেন একটা সেঞ্চুরি৷ এবারের আইপিএলে সবচেয়ে বেশি রান করার দৌডে় তিনিই রয়েছেন৷ তবু ভন মনে করছেন, নির্বাচক কমিটির চেয়ারম্যান অজিত আগরকর যেন নামের পেছনে না ছোটেন৷ যদি ছোটেন তাহলে আইসিসি টুর্নামেন্টে ভারতের যে ট্রফি খরা চলছে তাই চলতে থাকবে৷ তাকে মুছে ফেলা ভারতের পক্ষে অসম্ভব৷ “অজিত আগরকরকে একটা কথাই বলব টি-২০ বিশ্বকাপের দলগঠনের জন্য সাহস দেখাও৷ নামের পেছনে ছোটার প্রয়োজন নেই৷ তুমি যদি মনে কর কোহলি বা কেএল রাহুলের মতো ক্রিকেটারকে বাদ দিয়ে সফল হবে তাহলে তাই করবে৷ সমালোচনার ভয়ে দলগঠন করবে না৷ ”

২০১৩ সালে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে চ্যাম্পিয়ন্স ট্রফি ঘরে তুলতে পেরেছিল ভারত৷ তারপর থেকে ভারতকে কখনও আইসিসি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হতে দেখা যায়নি৷ তাই ইংরেজ ক্রিকেটার মনে করছেন, ভারতের উচিত কোহলিদের বাদ দিয়ে দল গড়৷ “তোমার কাছে এখন ৩০জনের নাম আছে৷ যারা সকলে খেলার যোগ্য৷ কিন্ত্ত এমন কিছু নাম বাছতে হবে যারা বিশ্ব আঙীনায় গিয়ে ভারতের নাম উঁচুতে তুলে ধরতে সক্ষম হবে৷ তাই নামের পেছনে ছোটার প্রয়োজন নেই৷ সবসময় বড় নাম দিয়ে ট্রফি জেতা যায়না৷
তাছাড়া প্রমাণ হয়ে গিয়েছে বড় নামীরা খেলে তোমাকে ট্রফি এনে দিতে পারেনি৷ তাহলে কেন তাদের পেছনে ছুটবে৷ ’