অস্ট্রেলিয়ার মাটিতে ব্যাট হাতে ফের একবার বৈভব ঝড় দেখল ক্রিকেট বিশ্ব। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ব্যাট হাতে কার্যত তাণ্ডব চালালেন ভারতের ১৪ বছর বয়সী এই তরুণ ব্যাটসম্যান। এরফলে, অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব-১৯ দলকে সহজেই ৭ উইকেটে হারাল ভারতের অনূর্ধ্ব-১৯ দল। ম্যাচের তৃতীয় ওভার থেকে বিধ্বংসী মেজাজে খেলতে শুরু করেন তিনি। সাতটি চার ও একটি ছক্কা দিয়ে সাজানো ছিল তাঁর ইনিংস। রবিবার মূলত তাঁর দাপটেই ১১৭ বল বাকি থাকতেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচটি জিতে নেয় ভারতের ছোটরা।
ব্রিসবেনে তিন ম্যাচের একদিনের সিরিজের প্রথম ম্যাচে আগে ব্যাট করে অস্ট্রেলিয়া তুলেছিল ২২৫ রান। ভারতীয় বোলিং আক্রমণের সামনে যেন একেবারেই দাঁড়াতে পারেনি কোনও অজি ব্যাটসম্যান। প্রথমে ব্যাট করতে নেমে তাদের দুই ওপেনারই শূন্য রানে আউট হন। দু’টি উইকেটই নেন কিষাণ কুমার। শুরুতেই অ্যালেক্স টার্নার ও সাইমন বাজ আউট হয়ে যাওয়ায় অস্ট্রেলিয়ার রানের গতি প্রায় থমকে যায়। এরপর তিন নম্বরে নামা স্টিভেন হোগান কিছুটা হলেও সামলানোর চেষ্টা করেন অস্ট্রেলিয়ার ইনিংস। তাঁকে সঙ্গ দেন টম হোগান। স্টিভেন ব্যক্তিগত ৩৯ ও হোগান ৪১ রানে আউট হলে ফের চাপে পড়ে যায় তারা। অস্ট্রেলিয়ার দলে খেলা দুই ভারতীয় বংশোদ্ভূত খেলোয়াড় যশ দেশমুখ ও আরিয়ান শর্মা বিশেষ কিছু করতে পারেননি। যশ শূন্য ও আরিয়ান ব্যক্তিগত ১০ রানে আউট হন। ইনিংসের একেবারে শেষদিকে জন জেমস ৭৭ রানে অপরাজিত না থাকলে হয়তো ২০০ রানের গণ্ডিও পেরোতে পারতো না তারা। ভারতের হয়ে বল হাতে এদিন দুরন্ত পারফরমেন্স করেন হেনিল প্যাটেল, কণিষ্ক চৌহান। তাঁদের দাপটে অস্ট্রেলিয়ার ইনিংসের কার্যত কোমর ভেঙে যায়।
Advertisement
জবাবে ব্যাট করতে নেমে খুব বেশি সমস্যায় পড়তে হয়নি ভারতের ছোটদের। স্বভাবসিদ্ধ ভঙ্গিতে আক্রমণাত্মক মেজাজে খেলতে থাকে বৈভব সূর্যবংশী। অপর ওপেনার তথা অধিনায়ক আয়ুষ মাত্রে ও তিন নম্বরে নামা বিহান মালহোত্র রান না পেলেও বৈভব দলকে ভাল শুরু দেয়। তবে, ২২ বলে ঝড়ো ৩৮ রান করে আউট হয়ে যান তিনি। এরপরেই ভারতের ইনিংসের হাল ধরেন বেদান্ত ত্রিবেদী ও অভিজ্ঞান কুণ্ডু। বেদান্ত ব্যক্তিগত ৬১ ও অভিজ্ঞান ব্যক্তিগত ৮৭ রান করে ভারতকে জয়ের দোরগোড়ায় পৌঁছে দেয়। এই ম্যাচ জয়ের ফলে তিন ম্যাচের একদিনের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল বৈভব সূর্যবংশী- আয়ুষ মাত্রেরা।
Advertisement
Advertisement



