নিজস্ব প্রতিনিধি— রাজ্য ফুটবল নিয়ামক সংস্থা আইএফএ র গভর্নিং বডির সভায় ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাব নামের একটি নতুন ক্লাবকে তাদের আবেদনের প্রেক্ষিতে প্রথম ডিভিশনে খেলার অনুমতি দেওয়ার বিষয়ে প্রস্তাব গৃহীত হয়৷ ১২টি নতুন বিশ্ববিদ্যালয়ের আবেদনের প্রেক্ষিতে তাদের অনুমোদন দেওয়ার বিষয়ে গভর্নিং বডিতে সিদ্ধান্ত হয়েছে৷ আইএফএ অ্যাক্যাডেমি অ্যাক্রেডেশন এর জন্য আবেদন করা ২৬টি অ্যাকাডেমির পরিকাঠামো খতিয়ে দেখে ১৪টি অ্যাকাডেমির পরিকাঠামোয় সন্তোষ প্রকাশ করে তাদের অনুমোদন দেওয়ার সিদ্ধান্ত হয়েছে৷ এই অ্যাকাডেমি গুলো হল – মতুয়া ফুটবল ফাউন্ডেশন, পিফা অ্যাকাডেমি, সাউথ দমদম মিউনিসিপ্যাল এস এ , ড্রিম ফুটবল অ্যাকাডেমি, বসিরহাট ইয়ংস্টারস ক্লাব, বজবজ ফুটবল অ্যাকাডেমি, উত্তরপাড়া বাজার লেন তরুণ সংঘ, বেলঘরিয়া অ্যাথলেটিক ক্লাব, হুগলি সিটি এফ সি, নর্থ ক্যালকাটা ফুটবল অ্যাকাডেমি, জ্যোতির্ময় ফুটবল অ্যাকাডেমি, এস কে এম স্পোর্টস ফাউন্ডেশন (কালনা), কিডস ফুটবল অ্যাকাডেমিয়া ও ক্লাব প্যাভিলিয়ন (মার্লিন রাইস)৷ এই অ্যাকাডেমি গুলি আইএফএ আন্ত অ্যাক্যাডেমি প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পাবে৷ ইয়ং বেঙ্গল ক্লাবের নাম পরিবর্তন করে বাঁশদ্রনী ইয়ং বেঙ্গল স্পোর্টিং অ্যাসোসিয়েশন এবং নিউ আলিপুর সুরুচি সংঘের নাম পরিবর্তন করে সুরুচি সংঘ করার আবেদন বৃহস্পতিবার গভর্নিং বডির সভায় গৃহীত হয়৷ আইএফএ এক আইনজীবীর সাহায্য নেবে অফিসে অবৈধভাবে বসবাসকারীদের বিষয়টির জন্য৷ এছাড়াও সংস্থার মুখ্য প্রশাসনিক আধিকারিক বা সিইও নিয়োগের বিষয়ে দায়িত্বভার সচিবের উপর ন্যস্ত করেছে গভর্নিং বডি৷ গভর্নিং বডির সদস্যরা ছাড়াও উপস্থিত ছিলেন আইএফএ চেয়ারম্যান সুব্রত দত্ত, সচিব অনির্বাণ দত্ত, কোষাধ্যক্ষ দেবাশীষ সরকার, সহ সভাপতি সৌরভ পাল,স্বরূপ বিশ্বাস, বিশ্বজিৎ ভাদুড়ী, সহ সচিব সুফল রঞ্জন গিরি, শুভাশিস সরকার, রাকেশ ঝাঁ, নজরুল ইসলাম৷