• facebook
  • twitter
Sunday, 14 December, 2025

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ভারতের দুই ক্রিকেট ব্যক্তিত্ব

আইসিসির তরফে জানানো হয়েছে ফাইনালে অন-ফিল্ড আম্পায়ার হিসেবে থাকছেন ইংল্যান্ডের রিচার্ড ইলিংওয়ার্থ ও নিউজিল্যান্ডের ক্রিস গ্যাফনি।

আগামী জুন মাসের দ্বিতীয় সপ্তাহে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা হতে চলেছে ইংল্যান্ডের লর্ডসে। ফাইনালে খেলবে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। বর্ডার-গাভাসকার ট্রফিতে অস্ট্রেলিয়ার কাছে ভারত হেরে যাওয়ায় বিশ্বটেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার স্বপ্ন ভঙ্গ হয় ভারতের। পরপর দু’টি চ্যাম্পয়নশিপের ফাইনালে ভারত খেললেও এবারে খেলার কোনও জায়গা না হওয়ায়, সবাই হতাশ। তবে ভারতীয় জাতীয় দল এই প্রতিযোগিতায় না খেললেও ভারতের দুই ক্রিকেট ব্যক্তিত্ব অংশ নিচ্ছেন ফাইনাল ম্যাচে। তবে তাঁরা অফিসিয়াল হিসাবেই উপস্থিত থাকবেন বলে ঘোষণা করেছে আইসিসি। এই দু’জন হলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার জাভগল শ্রীনাথ এবং নীতিন মেনন।

ফাইনালে এই দুই ক্রিকেট ব্যক্তিত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন ম্যাচ অফিসিয়াল হিসেবে। এখানে উল্লেখ করা যেতে পারে, ভারতের প্রাক্তন ফাস্ট বোলার জাভাগল শ্রীনাথ বর্তমানে আইসিসির অন্যতম অভিজ্ঞ ম্যাচ রেফারি। মেগা ফাইনালে ম্যাচ রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন তিনিই। খেলোয়াড় জীবনে যেমন দক্ষ ছিলেন, অবসরের পরেও আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর অবদান স্মরণীয়। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের বড় মঞ্চে তাঁর উপস্থিতি ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের বিষয়। অন্যদিকে, নীতিন মেনন বর্তমানে বিশ্ব ক্রিকেটের সেরা আন্তর্জাতিক আম্পায়ারদের মধ্যে একজন। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে চতুর্থ আম্পায়ার হিসেবে তিনি তাঁর প্রথম বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে অংশ নিচ্ছেন। এর আগে ২০২১ সালের টি২০ বিশ্বকাপ ফাইনালে টিভি আম্পায়ার ছিলেন মেনন।

Advertisement

আইসিসির তরফে জানানো হয়েছে ফাইনালে অন-ফিল্ড আম্পায়ার হিসেবে থাকছেন ইংল্যান্ডের রিচার্ড ইলিংওয়ার্থ ও নিউজিল্যান্ডের ক্রিস গ্যাফনি। ইলিংওয়ার্থ ইতিমধ্যেই ২০২৪ সালের আইসিসির বর্ষসেরা আম্পায়ার নির্বাচিত হয়েছেন। এটি তাঁর তৃতীয় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। টিভি আম্পায়ার হিসেবে থাকছেন ইংল্যান্ডের অভিজ্ঞ রিচার্ড কেটেলব্রো। তিনি এর আগে ক্রিকেট বিশ্বকাপ এবং চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে আম্পায়ারিং করেছেন।

Advertisement

ম্যাচ রেফারি: জাভাগল শ্রীনাথ (ভারত), অন-ফিল্ড আম্পায়ার: রিচার্ড ইলিংওয়ার্থ (ইংল্যান্ড), ক্রিস গ্যাফনি (নিউজিল্যান্ড), টিভি আম্পায়ার: রিচার্ড কেটেলব্রো (ইংল্যান্ড) এবং চতুর্থ আম্পায়ার: নীতিন মেনন (ভারত)

Advertisement