দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পঞ্চম টি-টোয়েন্টি ম্যাচে ভারতের লড়াইটা দেখার জন্য ক্রিকেটপ্রেমীরা অপেক্ষায় ছিলেন। আসলে দু’দলের কাছেই এই ম্যাচটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় দাঁড়িয়ে। সেই কারণে সূর্যকুমার যাদবের ভারত শুধু লড়াই করবে তাই নয়, ম্যাচটা ছিনিয়ে নেওয়ার জন্য ক্রিকেটাররা সংগ্রামী ভূমিকা নিয়ে মাঠে নামবেন। সেই লক্ষ্যেই শুক্রবার অধিনায়ক সূর্যকুমার যাদব টসে হেরে যান। দক্ষিণ আফ্রিকা ফিল্ডিং নেওয়াতে ভারত প্রথমে ব্যাট করতে নামে। চোটের কারণে শুভমন গিলকে দলে রাখা হয়নি। তাঁর জায়গায় খেলছেন সঞ্জু স্যামসন। সঞ্জু ওপেনার হিসেবে খেলতে নেমে দাপট দেখিয়ে প্রতিপক্ষ দলের বোলারদের চাপে রেখে দেন। স্যামসনের সঙ্গে প্রথম উইকেটে খেলতে নামেন অভিষেক শর্মা। এই জুটি বেশ ছন্দে খেলছিল। ভারতীয় স্কোরবোর্ডে যখন ৬৩ রান, তখন অভিষেক শর্মা আউট হন ৩৪ রান করে। সঞ্জুর সংগ্রামী ভূমিকা দেখে সবাই অবাক হয়ে যাচ্ছেন। তড়িঘড়ি করে রান তুলতে গিয়ে নিজের ৩৭ রানের মাথায় লিন্ডের বলে বোল্ড আউট হন সঞ্জু স্যামসন। ভারতের স্কোরবোর্ডে তখন ২ উইকেটে ৯৭ রান। তিলক ভার্মার সঙ্গে তৃতীয় উইকেট জুটিতে অধিনায়ক সূর্যকুমার যাদব খেলতে নামেন। সূর্যকুমার আবার ব্যর্থ।
সূর্যকুমারের ব্যাট থেকে মাত্র ৫ রান এসেছে। ধারাবাহিকভাবে তিনি ব্যর্থ হচ্ছেন ব্যাটে। সেই কারণে আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটে তিনি কি ভারতীয় দলে জায়গা পাবেন, এই প্রশ্নটা উঁকি দিতে শুরু করেছে। চতুর্থ উইকেট জুটিতে দুরন্ত ভূমিকা পালন করতে থাকেন তিলক ভার্মা ও অলরাউন্ডার হার্দিক পাণ্ডিয়া। দক্ষিণ আফ্রিকার বোলারদের কোনও সমীহ করেননি এই জুটি। তিলক ভার্মা ও হার্দিক পাণ্ডিয়া নিজেদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলেন কে আগে বেশি রান করবেন। শেষ পর্যন্ত হার্দিক পাণ্ডিয়া ৬৩ রানের মাথায় আউট হয়ে যান। তিনি ঝড়ের গতিতে খেলছিলেন। মাত্র ২৫ বলে তিনি এই রান করেন। তাঁর ব্যাট থেকে এসেছে পাঁচটি চার ও পাঁচটি ছক্কা। হার্দিক যেমন অর্ধশতরান করার কৃতিত্ব দেখিয়েছেন, তেমনই তিলকও দুরন্ত ব্যাট করে ৭৩ রান করে রান আউট হন। তিনি ১০টি চার ও একটি ছক্কা মারেন। শিবম দুরে ৬ রান করে অপরাজিত।
Advertisement
ভারত নির্দিষ্ট ওভারে ৫ উইকেট হারিয়ে ২৩১ রান করল। দক্ষিণ আফ্রিকার সামনে ভারত জয়ের লক্ষ্যমাত্রা রাখল ২৩২ রানের। ভারতের ব্যাটসম্যানরা বড় রানের অঙ্ক করলেও, জেতার লক্ষ্যের বোলারদের ভূমিকাই বড় করে দেখা দেবে।
Advertisement
Advertisement



