• facebook
  • twitter
Friday, 5 December, 2025

বাবা হলেন উইলিয়ামসন

কেন উইলিয়ামসন কন্যা সন্তানের বাবা হলেন। তিনি বুধবার সােশ্যাল মিডিয়ায় এই খবর নিজেই জানিয়েছেন নিউজিল্যান্ড অধিনায়ক। ইনস্টাগ্রামে ছবিও পােস্ট করেছেন।

নিউজিল্যান্ড দলের অধিনায়ক কেন উইলিয়ামসন (Photo Credit: Twitter/@ICC)

কেন উইলিয়ামসন কন্যা সন্তানের বাবা হলেন। তিনি বুধবার সােশ্যাল মিডিয়ায় এই খবর নিজেই জানিয়েছেন নিউজিল্যান্ড অধিনায়ক। ইনস্টাগ্রামে ছবিও পােস্ট করেছেন। দেখা গিয়েছে  সদ্যোজাত কন্যা সন্তানকে বুকে আগলে তিনি দাঁড়িয়ে রয়েছেন।

সঙ্গে তিনি লিখেছেন, আমাদের পরিবারে এই সুন্দর কন্যাকে স্বাগত জানাতে আনন্দে আত্মহারা আমরা প্রত্যেকে। উইলিয়ামসনের পােস্ট দেখার পর সকলেই তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

Advertisement

পাশাপাশি বিরাট কোহলিও শুভেচ্ছা জানিয়েছেন উইলিয়ামসনকে। বিরাট লেখেন, জীবনে এই আশীর্বাদের জন্য তােমাদের দু’জনকেই অভিনন্দন। তােমাদের জন্য রইল প্রচুর ভালােবাসা।

Advertisement

Advertisement