কিম্বারলে- আই সিসি মহিলাদের চ্যাম্পিয়নশিপে প্রথম ম্যাচেই দক্ষিণ আফ্রিকাকে ৮৮ রানে হারিয়ে দিল মিতালিরা।
টসে জিতে ব্যাট করতে নেমে স্মৃতি মানিধনার ৮৪ ও মিতালি রাজের ৪৫ রানের ঊপর নির্ভর করে ভারতীয় দল নির্দিষ্ট পঞ্চাশ ওভারে সাত উইকেট হারিয়ে ২১৩ রান তোলে। ২১৪ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে প্রোটিয়াস ব্যাটসম্যানরা বাংলার পেসার ঝুলন গোস্বামী এবং তাঁর সঙ্গী শিখা পান্ডের পেস বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারল না।
Advertisement
দু’জনের পেস বোলিংয়ের দাপটে প্রোটিয়াসদের ইনিংস থেমে যায় মাত্র ১২৫ রানে। ভারতীয় দলের হয়ে ঝুলন চারটি ও শিখা পান্ডে তিনিটি উইকেট সংগ্রহ করেছেন। প্লেয়ার অফ দ্য ম্যাচ নির্ধারিত হয়েছেন স্মৃতি মানধানা।
Advertisement
Advertisement



