• facebook
  • twitter
Thursday, 12 December, 2024

তৃতীয় স্থানে ভারতের মহিলা ক্রিকেট দল

মহিলা ক্রিকেটের র‍্যাঙ্কিং প্রকাশ করেছে আইসিসি । এই র‍্যাঙ্কিংয়ে ভারতের স্থান হয়েছে  তৃতীয় ।

প্রতিনিধিত্বমূলক চিত্র (Photo: iStock)

মহিলা ক্রিকেটের র‍্যাঙ্কিং প্রকাশ করেছে আইসিসি । এই র‍্যাঙ্কিংয়ে ভারতের স্থান হয়েছে  তৃতীয় । মিতালি রাজরা নিউজিল্যান্ডকে পিছনে ফেলে  দিয়েছে । র‍্যাঙ্কিংয়ে প্রথম স্থান পেয়েছে অস্ট্রেলিয়া । আর দ্বিতীয় স্থান দখল করেছে ইংল্যান্ড । তাঁদের পয়েন্ট  যথাক্রমে ২৯১ ও ২৮০ | একদিনের ক্রিকেটে ৬ বারের  বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া।। পাশাপাশি , আইসিসি  পরিচালিত মহিলা চ্যাম্পিয়নশিপে অস্ট্রেলিয়ার জয়জয়কার। সবমিলিয়ে তাঁদের সাফল্য সবাইকে ছাপিয়ে গিয়েছে। ২১ টি একদিনের ম্যাচের মধ্যে জয় এসেছে ২০ টি।  তারা ভারত থেকে ৩৯ পয়েন্টে এগিয়ে। আসলে ভারত , নিউজিল্যান্ড , পাকিস্তান , ইংল্যান্ড , ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কা সিরিজে জয়ের কারণে অস্ট্রেলিয়া সব দেশকে ছাপিয়ে গেছে। তবে একদিনের ক্রিকেটে ভারতের স্থান দ্বিতীয় । ভারত পেয়েছে ১২১ পয়েন্ট । তবে ইংল্যান্ড ১১৯ পয়েন্ট পেয়ে ভারত থেকে পিছিয়ে পড়েছে।