• facebook
  • twitter
Friday, 5 December, 2025

আইপিএল বেতন নিয়ে বিদ্রোহী সানি

ভারতীয় ক্রিকেটে বেতন বৈষম্য নিয়ে আবারও সরব হলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সুনীল গাভাসকার। দাবি জানালেন, অবিলম্বে এই বৈষম্য দূর করার। তবে এই প্রথম নয়, এর আগেও একাধিকবার ঘরোয়া ক্রিকেটের সাথে আইপিএলের বেতন বৈষম্য নিয়ে ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে তাকে। এদিন, সামাজিক মাধ্যমে একটি পোস্ট করে তিনি বলেন, আইপিএলের মঞ্চে নিজের প্রতিভা অনুযায়ী দাম পাওয়া

ফাইল চিত্র

ভারতীয় ক্রিকেটে বেতন বৈষম্য নিয়ে আবারও সরব হলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সুনীল গাভাসকার। দাবি জানালেন, অবিলম্বে এই বৈষম্য দূর করার। তবে এই প্রথম নয়, এর আগেও একাধিকবার ঘরোয়া ক্রিকেটের সাথে আইপিএলের বেতন বৈষম্য নিয়ে ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে তাকে। এদিন, সামাজিক মাধ্যমে একটি পোস্ট করে তিনি বলেন, আইপিএলের মঞ্চে নিজের প্রতিভা অনুযায়ী দাম পাওয়া উচিত প্রতিটা প্লেয়ারের।

কিন্তু, প্রায়ই দেখা যায় একটা মরশুমের পারফরম্যান্সের উপর ভিত্তি করে দাম দেওয়া হচ্ছে প্লেয়ারদের। যা নিয়ে তিনি বলেন, “একটা মরসুমে ভাল খেলেই পরের মরসুমে হারিয়ে যাচ্ছে, আইপিএলে এমন উদাহরণ বহু রয়েছে।”

Advertisement

পাশাপাশি তিনি আর্থিক বৈষম্যের কথা উল্লেখ করে বলেন, “সারা জীবন রঞ্জি ট্রফিতে খেলে যে টাকা পাওয়া যায়, তার থেকে অনেক বেশি পাওয়া যায় এক মরসুম আইপিএলে খেললেই।” একইসঙ্গে, ক্ষোভের সাথে জানান, “গোটা মরসুমে রঞ্জি, বিজয় হজারে এবং সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে সব ম্যাচ খেললেও হয়তো আইপিএলের ন্যূনতম মূল্য ৩০ লাখ টাকাও উপার্জন করতে পারে না অনেক খেলোয়াড়।”

Advertisement

এদিনের পোস্টে তিনি আরও বলেন, আইপিএলের গ্রহণযোগ্যতা অনেক বেশী, যারফলে খুব সহজেই যে কেউ প্রচারের আলোয় চলে আসতে পারেন। তবে, তা একটা খেলোয়াড়ের যোগ্যতা প্রমান করতে পারে না। এপ্রসঙ্গে তিনি বলেন, “আইপিএলের থেকে তিন গুণ ম্যাচ ঘরোয়া ক্রিকেটে যারা খেলে, তাদের জন্য এটা খুব খারাপ।” আর এই বৈষম্যই যে খেলোয়াড়দের ক্রিকেট-বিমুখ করে তুলছে এদিন সেকথাও জানাতে ভুললেন না তিনি।

Advertisement