ভারতের ৯৬ বছরে টেস্ট ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে কম রানে ইংল্যান্ডকে হারিয়ে জয় তুলে নিল ভারত। আর এই জয় অবশ্যই শুভমন গিল ব্রিগেডের সাফল্য। এতদিন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১৩ রানে জয় ছিল ভারতের। আর এই জয় এসেছিল মুম্বইয়ের ওয়াংখেড়ের মাঠে ২০০৪ সালে। ভারতের এই জয়ে প্রশংসায় পঞ্চমুখ কিংবদন্তী ক্রিকেটার সুনীল গাভাসকার। টিম ইন্ডিয়ার
ওভাল টেস্টে জয় নানাদিক থেকে স্মরণীয় হয়ে থাকবে। বিশেষত রোহিত শর্মা-বিরাট কোহলি উত্তর যুগে একঝাঁক তরুণ ক্রিকেটারকে নিয়ে এবার ইংল্যান্ড সফরে গিয়েছিল ভারত। ছিলেন না ভারতের বহু যুদ্ধের নায়ক রবিচন্দ্রন অশ্বিন ও মহম্মদ সামির মতো বোলাররাও। জসপ্রীত বুমরা পাঁচ টেস্টের সিরিজে খেলেছেন মাত্র তিনটি ম্যাচে। সেই সঙ্গে নতুন অধিনায়ক শুভমান গিল ও প্রধান কোচ গৌতম গম্ভীরকে নিয়ে বারবার প্রশ্ন উঠতে শুরু করেছিল।
Advertisement
কিন্তু ওভালের মাঠে পঞ্চম টেস্টের পঞ্চম দিনে ইংল্যান্ডের জয়ের জন্য যেমন ৩৫ রান দরকার ছিল, তেমনই ভারতের প্রয়োজন ছিল চারটি উইকেট প্রতিপক্ষ দলকে হারাতে।
Advertisement
খুব বড় ব্যবধানে হয়তো এই টেস্ট জেতেনি টিম ইন্ডিয়া। তবে সুনীল গাভাসকর মনে করছেন, এই জয় ২০২১ সালে ব্রিসবেনে ভারত যা অর্জন করেছিল, তার চেয়েও অনেক বড় প্রাপ্তি। উচ্ছ্বসিত গাভাসকর বলেন, ‘বেশিরভাগ সিনিয়র খেলোয়াড় অনুপস্থিত থাকা সত্ত্বেও ভারত তিন উইকেটে জিতেছিল অস্ট্রেলিয়ার দুর্গ বলে পরিচিত গাব্বায় । আমি ওভালের জয়কে তার থেকেও এগিয়ে রাখব।’ এই সিরিজ প্রমাণ করে দিয়েছে, টিম ইন্ডিয়ার নতুন প্রজন্মের মধ্যে জয়ের ইচ্ছা প্রবল রয়েছে। যে কোনও পরিস্থিতিতে তারা লড়াইয়ের জন্য তৈরি থাকে।
এদিকে ভারতের জয়ে যখন ক্রিকেটাররা আনন্দে ও উচ্ছ্বাসে মেতে উঠেছেন সেই সময় ধারাভাষ্য দিচ্ছিলেন সুনীল গাভাসকার। হঠাৎই তিনি নিজের সাদা রংয়ের জ্যাকেট দেখিয়ে বলতে থাকেন, ‘লাকি জ্যাকেট, লাকি জ্যাকেট’। কেন তিনি ওই জ্যাকেটটা দেখালেন তা নিয়ে জল্পনা শুরু হয়। সেই জল্পনার অবসান ঘটে গাভাসকারের কথায়।
২০২১-এ ব্রিসবেনের গাব্বায় ঐতিহাসিক টেস্ট ম্যাচ জিতেছিল ভারত। শুভমন গিল এবং ঋষভ পন্থের ইনিংসে ভর করে গাব্বার দুর্গ ভেঙে দেয় তাঁরা। ৩২ বছর পর সেই মাঠে হারে অস্ট্রেলিয়া। সেই ম্যাচে ধারাভাষ্য দেওয়ার সময় ওই জ্যাকেটটি পরেছিলেন গাভাসকার।
শনিবার, ওভাল টেস্টের তৃতীয় দিনে কথা দিয়েছিলেন গাভাসকার শুভমনকে চতুর্থ দিন ওই একই জ্যাকেট পরে আসবেন যাতে ভারত জিততে পারে। চতুর্থ দিন খেলার নিষ্পত্তি হয়নি। তাই পঞ্চম দিনেও গাভাসকার সাদা জ্যাকেট পরে এসেছিলেন। ভারতও জিতেছে। তখনই ওই জ্যাকেটের কথা উল্লেখ করেন গাভাসকার। পরে তিনি বলেন, ‘সিরিজ়েতর নির্ণায়ক মুহূর্তের জন্যই এই জ্যাকেটটা তুলে রেখেছিলাম।’ তারপরেই হাততালি দিয়ে ভারতীয় দলকে অভিনন্দন জানান গাভাসকার।
Advertisement



