ভারতের অধিনায়ক শুভমন গিলের নেতৃত্বে এখনও পর্যন্ত ভারতীয় দল একদিনের সিরিজ জিততে পারেনি। আর ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে এমন শোচনীয় হারটা কিছুতেই মেনে নেওয়া সম্ভব নয়। এমনই অভিমত প্রকাশ করেছেন ভারতের প্রাক্তন অধিনায়ক সুনীল গাভাসকার। ভারত কেন হারল, এই নিয়ে কথা প্রসঙ্গে সুনীল গাভাসকার বলেন, বিরাট কোহলি একা লড়াই করবেন, আর অন্যরা ভুল করে যাবেন, এটা হয় না।
এই হারের পিছনে কারা দায়ী, তার নাম উল্লেখ না করলেও তিনি স্পষ্ট বলেছেন, যে সমস্ত ক্রিকেটার বিপক্ষ দলের খেলোয়াড়দের সিঙ্গল রান নিতে সুযোগ দিয়েছেন, তাঁরা কেন এই ভুলটা করেছেন? একদিনের ক্রিকেটে ফিল্ডিংটা একটা বড় হাতিয়ার। তার জন্য প্রয়োজন ক্রিকেটারদের ফিট থাকা। তারপরে বলতে হয়, ফিল্ডারদের কাছে দৌড়টা অত্যন্ত প্রয়োজন। সেই অর্থে বলতে হয়, প্রতিপক্ষ দলের খেলোয়াড়রা অনেক বেশি দৌড়ের মধ্যে ছিলেন। যে কারণে মিচেলকে কোনও সমেয়ের জন্য বিপদে ফেলা যায়নি।
Advertisement
গাভাসকার আরও বলেন, বিরাট যখন বড় রান করার অঙ্কে এগিয়ে যাচ্ছে, তখন সতীর্থ খেলোয়াড়দের উচিত শক্ত হাতে ব্যাট করা। অর্থাৎ কোহলি যাতে আরও বেশি মানসিক দিক দিয়ে এগিয়ে থাকতে পারে। সেখানেও ভারত পিছিয়ে পড়েছে। প্রথম ম্যাচটা ভালো হলেও কাজ কিন্তু সেইভাবে চোখে পড়ল না। ভারতের প্রধান সমস্যা হল, রান তাড়া করা। সেই কারণেই টসে জিতে প্রথমে ব্যাট করতে পারলে হয়তো ফলাফলে কিছু পরিবর্তন আসতে পারত। এবারে গাভাসকার একটু অন্যভাবে বলার চেষ্টা করলেন।
Advertisement
তিনি বললেন, সিনিয়র ক্রিকেটারদের উপরে ভারতকে নির্ভর করতে হয়েছে। তরুণ ক্রিকেটাররা লড়াকু মনোভাব যেমন প্রকাশ করতে পারেননি, তেমনই আবার দায়িত্ববোধ যাকে বলে, তা প্রকাশ করতে ব্যর্থ হয়েছেন।
এটা মনে রাখতে হবে, লড়াকু মনোভাব যে কোনও দলের কাছে প্রাণশক্তি। তাই বিরাট কোহলির মতো দাপুটে ক্রিকেটাররা যখন দলে রয়েছেন, তখন তরুণ ক্রিকেটারদের সাহসী ভূমিকা নিয়ে খেলার প্রয়োজন ছিল। কোহলিকে দেখে শেখা উচিত। যখন প্রয়োজন হয় দলের হয়ে লড়াই করার, তখন ব্যাটের রাজা হিসেবে কোহলিকে দেখতে পাওয়া গিয়েছে। তাই তিনি চেষ্টা করেছেন ইন্দোরের মাঠে নিউজিল্যান্ডকে চাপে রেখে ব্যাট করতে। তাই কোহলি ১০৮ বলে ১২৪ রানের একটা ইনিংস খেলেছেন। তিনি দেখিয়ে দিয়েছেন, প্রতিপক্ষ দলের বোলাররা যাতে ভীত হয়ে পড়ে এবং স্বচ্ছন্দে খেলার সুযোগ এসে যায়। তাই বলতে হয়, বিরাট কোহলির মতো ক্রিকেটারের জুড়ি মেলা ভার।
Advertisement



