ধাওয়ানের পাশে দাঁড়িয়ে সমালােচকদের এক হাত নিলেন প্রাক্তন অধিনায়ক গাভাসকার

টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ব্যাট হাতে রান না পাওয়ার পর বাদের তালিকায় চলে গিয়েছিলেন, তারপর বাকি চার ম্যাচ রিজার্ভ বেঞ্চে বসে সময় কাটাতে হয়েছে।

Written by SNS Pune | March 26, 2021 6:46 pm

প্রাক্তন অধিনায়ক গাভাসকার (Photo: SNS)

মার্চ ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ব্যাট হাতে রান না পাওয়ার পর বাদের তালিকায় চলে গিয়েছিলেন, তারপর বাকি চার ম্যাচ রিজার্ভ বেঞ্চে বসে সময় কাটাতে হয়েছে। তবে সীমিত ওভারের ক্রিকেটে মঙ্গলবার ব্যাট হাতে ইংরেজদের বিরুদ্ধে খেলতে নেমেই নিজের ব্যাটিং দাপটটা দেখিয়ে দিয়ে গেলেন শিখর ধাওয়ান।

অল্পের জন্য, মাত্র দু’রানের জন্য শতরান হাতছাড়া হয়ে যায় ধাওয়ানের। কিন্তু গৰ্বরের রানের ইনিংসটি দলের ইনিংসকে তিনশাে রানের গন্ডি পার করিয়ে দেওয়ার ক্ষেত্রে একটা বড় ভূমিকা রেখেছে সেটা নিশ্চিতভাবে বলে দেওয়া যায়।

ধাওয়ানের ওই ইনিংসটি দেখার পর অধিনায়ক বিরাট থেকে শুরু করে কোচ শাস্ত্রী ও ধারাভাষ্যকর তথা প্রাক্তন ক্রিকেটার। সুনীল গাভাসকারও মুগ্ধ হয়েছেন। ধাওয়ানের পাশাপাশি ক্রুণালের অভিষেক ইনিংস দেখেও মুগ্ধ সানি। অনেক দিন পর আবারও ধাওয়ানকে স্বমহিমায় দেখতে পেলাম।