ইস্টবেঙ্গল মহিলা দলের কোচ অ্যান্থনি অ্যান্ড্রুজের ৫০ তম ম্যাচকে স্মরণীয় করে রাখলেন সৌম্যা গুগুলোথ, ফাজিলা ইকওয়াপুট’রা। কল্যাণী স্টেডিয়ামে আইডাব্লুএলের তৃতীয় ম্যাচে মঙ্গলবার অপেক্ষাকৃত দুর্বল দল সেসা এফ এ’কে ৯-০ গোলে কার্যত উড়িয়ে দিল তারা। খেলার শুরু থেকেই দাপট দেখতে থাকে লাল-হলুদ ফুটবলাররা। ম্যাচের আগেরদিন কোচ অ্যান্থনি খেলোয়াড়দের ক্লান্তি নিয়ে চিন্তিত থাকলেও, এদিনের ম্যাচে তার কোনও প্রভাব পড়লো না। বরং, তাদের আক্রমণের সামনে রীতিমতো দিশেহারা দেখাল গোয়ার এই দলটিকে।
একমুহূর্তের জন্যও কোনোরকম প্রতিরোধ গড়ে তুলতে পারেনি তারা। খেলা শুরুর ৫ মিনিটের মধ্যেই ইস্টবেঙ্গলকে এগিয়ে দেন সৌম্যা গুগুলোথ। এর মিনিট চারেক পরেই ফের গোল পায় অ্যান্থনি অ্যান্ড্রুজের দল। ৯ মিনিটে তাদের হয়ে ব্যবধান ২-০ করে যান স্ট্রাইকার ফাজিলা ইকওয়াপুট। প্রথম দশ মিনিটের মধ্যে ২-০ গোলে পিছিয়ে পরে খেলা থেকে ক্রমশ হারিয়ে যেতে থাকে সেসা। সেই সুযোগ কাজে লাগিয়ে ১৭ মিনিটে লাল-হলুদের হয়ে তৃতীয় গোলটি করে যান সুলঞ্জনা রাউল। এরপরেই ফাজিলা ম্যাজিকের সাক্ষী থাকলো স্টেডিয়ামে উপস্থিত জনা পঞ্চাশ দর্শক। খেলার ২২ ও ২৪ মিনিটে পরপর দুটি গোল করে নিজের হ্যাটট্রিক সম্পন্ন করেন তিনি। ৫-০ গোলে এগিয়ে যাওয়ার পরেও আক্রমণের চাপ বজায় রেখেছিল ইস্টবেঙ্গল। ওই আক্রমণ থেকেই ৩৯ মিনিটে লাল-হলুদের হয়ে ব্যবধান ৬-০ করে যান রেস্টি নানজিরি।
Advertisement
বিরতির পরে নিজের হ্যাটট্রিক সম্পন্ন করেন সৌম্যা গুগুলোথ। ৫৪ মিনিট নাগাদ নিজের দ্বিতীয় ও দলের হয়ে সপ্তম গোলটি করে যান তিনি। তাঁর তৃতীয় গোলটি আসে খেলার ৮৫ মিনিট নাগাদ। মাঝে অবশ্য ৭২ মিনিটে ইস্টবেঙ্গলের হয়ে অষ্টম গোলটি করে যান ফাজিলা ইকওয়াপুট। তারপরেও বেশকিছু গোলের সুযোগ পেয়েছিলেন রেস্টি নানজিরি, সিল্কি দেবীরা। তা থেকে আর গোল ব্যবধান বাড়েনি। শেষপর্যন্ত ওই ৯-০ গোলে জিতেই পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এলো অ্যান্থনি অ্যান্ড্রুজের দল।
Advertisement
Advertisement



