সাংবাদিক সৌম্যা বিশ্বনাথন হত্যা মামলায় ৪ অপরাধীকে যাবজ্জীবন কারাদণ্ড

Written by SNS November 25, 2023 7:01 pm

দিল্লি, ২৫ নভেম্বর – দিল্লির সাংবাদিক সৌম্যা বিশ্বনাথন হত্যায় দোষী সাব্যস্ত চারজনকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শোনাল দিল্লির সাকেত আদালত৷ আরও এক দোষীকে তিন বছরের হাজতবাসের নির্দেশ দেওয়া হয়েছে বলে আদালত সূত্রে জানা গিয়েছে ৷
আদালত জানিয়েছে, অপরাধটি বিরলের মধ্যে বিরলতম মামলার মধ্যে পড়ে না৷ আর সেই কারণেই দোষীদের মৃত্যুদণ্ডের ষে আবেদন করা হয়েছিল , তা খারিজ করা হয়েছে বলে আদালত জানায়৷ অভিযুক্ত চার দোষী রবি কাপুর, অমিত শুক্ল, বলবীর মালিক, অজয় কুমারকে ষাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে৷  দুটি ভিন্ন খাতে ২৫ হাজার টাকা ও ১ লক্ষ টাকা করে জরিমানা করা হয়েছে৷ পাশাপাশি পঞ্চম অপরাধী অজয় শেঠিকে ৭.৫ লক্ষ টাকা জরিমানা করেছে আদালত৷ এই অর্থের ৭.২ লক্ষ টাকা দেওয়া হবে নিহত সৌম্যার পরিবারকে৷
এদিন রায়দানের সময় আদালত জানিয়েছে, ”এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যে, সৌম্যার মতো তরুণ, গতিবান ও কঠোর পরিশ্রমী এক সাংবাদিককে  প্রাণ হারাতে হয়৷ ভারতে যে মহিলাদের কাজে অংশগ্রহণের পরিমাণ কমছে, তার অন্যতম একটি কারণ হল যখন তাঁরা বাইরে বেরোন ও কাজ থেকে ফেরেন মহিলারা নিগ্রহের শিকার হন ৷”
২০০৮ সালের ৩০ সেপ্টেম্বর খুন হন সৌম্যা৷ কাজ থেকে বাডি় ফেরার পথে গভীর রাতে তাঁর উপরে চড়াও হয়েছিল দুষ্কৃতীরা৷ পনেরো বছরেরও বেশি সময় পরে গত মাসে পাঁচজনকে দোষী সাব্যস্ত করে দিল্লির আদালত৷ পুলিশকে সবচেয়ে বেশি সাহায্য করেছে হাতের ট্যাটু ও এক পুলিশ কর্মীর চুরি যাওয়া ওয়্যারলেস সেট৷ পাশাপাশি সিসিটিভি ফুটেজও দোষীদের খুঁজে পেতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে৷ অন্যদিকে পঞ্চম অভিষুক্ত অজয় শেঠির কাছ থেকে খুনে ব্যবহূত গাড়িটি উদ্ধার করে পুলিশ ৷