• facebook
  • twitter
Friday, 5 December, 2025

শাকিবকে রাজনৈতিক অবস্থান জানাতে হবে

বাংলাদেশে শাকিবের দুটো পরিচয় আছে। প্রথমে তিনি ক্রিকেটার। তারপরে রাজনীতিবিদ। বাংলাদেশের নির্বাচনে শাকিব আওয়ামি লিগের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করে জয়লাভ করেন।

দেশের মাটিতে শেষ টেস্ট ম্যাচ খেলতে চান বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক শাকিব আল হাসান। কিন্তু তাঁর নিরাপত্তা নিয়ে সংশয় থাকায় তিনি সাহস পাচ্ছেন না। এই কথা জানার পরেই বাংলাদেশের যুব এবং ক্রীড়া পরামর্শদাতা আসিফ মাহমুদ জানিয়েছেন, আগে শাকিবকে জানাতে হবে তাঁর রাজনৈতিক অবস্থান এখন কী? তারপরেই সিদ্ধান্ত নেওয়ার কথা ভাবা হবে শাকিবের নিরাপত্তার প্রশ্নে। অবশ্যই সরকার এ ব্যাপারে হস্তক্ষেপ করবে। জানা গেছে, বাংলাদেশ বোর্ড শাকিবের নিরাপত্তা দিতে পারবে না।

বিশেষ সূত্রে জানা গেছে, বাংলাদেশে শাকিবের দুটো পরিচয় আছে। প্রথমে তিনি ক্রিকেটার। তারপরে রাজনীতিবিদ। বাংলাদেশের নির্বাচনে শাকিব আওয়ামি লিগের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করে জয়লাভ করেন। কিন্তু দেশে ফিরলে শাকিবকে সাধারণ মানুষ যদি গ্রহণ না করে তাহলে বিপদ ঘনীভূত হওয়ার আশঙ্কা রয়েছে বলে অনেকে মনে করছেন। তাই টানাপোড়েনের মধ্যে থেকে শাকিব আল হাসানের ইচ্ছা সার্থক হওয়া বেশ কঠিন বলে মনে করা হচ্ছে।

Advertisement

Advertisement

Advertisement