• facebook
  • twitter
Sunday, 8 December, 2024

সন্তোষ ট্রফি ফুটবলে বাংলার কোচ সঞ্জয়

আইএফএ কোচেস কমিটির পক্ষ থেকে চেয়ারম্যান জামশেদ নাসিরি জানান, এদিনের অন্যান্য সদস্যদের সঙ্গে কথা বলার পরে সিদ্ধান্ত নেওয়া হয় বাংলা দলের কোচ হিসেবে সঞ্জয় সেনকে প্রথম পছন্দের তালিকায় রাখা হয়েছে।

সন্তোষ ট্রফি ফুটবলে বাংলার কোচের ব্যাটনটা তুলে দেওয়া হচ্ছে এবারে সঞ্জয় সেনের হাতে। শনিবার আইএফএ’র কোচেস কমিটির সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সচিব অনির্বাণ দত্ত ও সভাপতি অজিত ব্যানার্জির ইচ্ছায় সঞ্জয় সেনের উপরেই কোচের সিলমোহরটা পড়ল। ২০১৪ সালে সঞ্জয় সেন মোহনবাগানকে আইলিগ দিয়েছিলেন। ২০১৬ সালে মোহনবাগানকে ফেডারেশন কাপ দিয়েছিলেন সঞ্জয়। পরে এটিকে মোহনবাগান দলের সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। এমনকি মহমেডান স্পোর্টিংয়ের কোচ থাকাকালীনও আইলিগে দ্বিতীয় ডিভিশনে চ্যাম্পিয়ন করিয়েছিলেন।

প্রথমে কোচ হিসেবে ইউনাইটেড স্পোর্টস ক্লাবের সঙ্গে যুক্ত হয়েছিলেন। গত কয়েক বছর বিশ্বজিৎ ভট্টাচার্য ও রঞ্জন চৌধুরিকে বাংলার কোচের দায়িত্ব দেওয়া হলেও সাফল্য আসেনি। আগামী মঙ্গলবার সঞ্জয় সেন আইএফএ দপ্তরে এসে সচিবের সঙ্গে কথা বলবেন সন্তোষ ট্রফি ফুটবলের ব্যাপারে। আগামী নভেম্বর মাসে সন্তোষ ট্রফির আসর বসবে। তবে এখনও পর্যন্ত ফেডারেশন জানায়নি সন্তোষ ট্রফি কোথায় অনুষ্ঠিত হবে।

আইএফএ কোচেস কমিটির পক্ষ থেকে চেয়ারম্যান জামশেদ নাসিরি জানান, এদিনের অন্যান্য সদস্যদের সঙ্গে কথা বলার পরে সিদ্ধান্ত নেওয়া হয় বাংলা দলের কোচ হিসেবে সঞ্জয় সেনকে প্রথম পছন্দের তালিকায় রাখা হয়েছে। তবে, দলের সহকারী কোচ কে হবেন, তা এখনও জানানো হয়নি। মহিলা দলের কোচ হয়েছেন সুজাতা কর।