• facebook
  • twitter
Thursday, 22 January, 2026

সন্তোষ ট্রফিতে জয় দিয়ে অভিযান শুরু করল বাংলা দল

বুধবার প্রথম ম্যাচেই বাংলা দুরন্ত ভূমিকা নিয়ে ৪-০ গোলে নাগাল্যান্ডকে উড়িয়ে দিয়ে জয়ের হাসি হাসল

গতবারের চ্যাম্পিয়ন বাংলা দল জয় দিয়ে সন্তোষ ট্রফি ফুটবলে অভিযান শুরু করল। বুধবার প্রথম ম্যাচেই বাংলা দুরন্ত ভূমিকা নিয়ে ৪-০ গোলে নাগাল্যান্ডকে উড়িয়ে দিয়ে জয়ের হাসি হাসল। হোটেল থেকে অনেক দূরে খেলা ছিল। দীর্ঘ পথ অতিক্রম করার পরে কোচ সঞ্জয় সেনের ব্রিগেড ক্লান্ত হয়ে পড়লেও মাঠের লড়াইয়ে তারা পিছিয়ে ছিল না। পাহাড়ি দল নাগাল্যান্ডকে যেভাবে পরাস্ত করেছে, তা অবশ্যই খেতাব ধরে রাখার লড়াইয়ে প্রথম পদক্ষেপ।

এখানে উল্লেখ করা যেতে পারে, অসমের ডিব্রুগরের এই স্টেডিয়ামে খেলা দেখার জন্য বেশ ভিড় হয়েছিল। তারা প্রথমে যেভাবে নাগাল্যান্ড দলকে উৎসাহিত করেছিলেন, তাতে ভাবা গিয়েছিল লড়াইটা জোরদার হবে। কিন্তু বাংলার ছেলেরা যেভাবে দাপট দেখিয়ে প্রতিপক্ষ নাগাল্যান্ডকে কোণঠাসা করে রেখে দিয়েছিল, তার জন্য অবশ্যই অভিনন্দন তোলা থাকবে। প্রথম ম্যাচেই জয় পাওয়ায় আত্মবিশ্বাসী বাংলার ফুটবলাররা পরবর্তী ম্যাচের জন্য এখন থেকেই তৈরি হচ্ছেন।

Advertisement

খেলার শুরু থেকেই বাংলা যেভাবে আক্রমণ শানিয়েছে, তাতে বোঝা গিয়েছিল, পাহাড়ি দলটি সেইভাবে মোকাবিলা করতে পারবে না। বাস্তবে তা সত্যিই হয়েছে। খেলার প্রথম পর্বেই দু’টি গোল হয়ে যায়। খেলার শুরুতেই অধিনায়ক রবি হাঁসদার অনবদ্য গোলে বাংলা এগিয়ে যায়। খেলার ৩৩ মিনিটের মাথায় দুরন্ত হেডে গোল করেন সায়ন বন্দ্যোপাধ্যায়। এগিয়ে থাকা বাংলা দল আবার আক্রমণে গতি বাড়িয়ে আবার গোল পেয়ে যায়। তবে পাল্টা আক্রমণ শানিয়ে নাগাল্যান্ড একটি গোলের সুযোগ পেয়ে গিয়েছিল। কিন্তু বাংলার গোলরক্ষক সোমনাথ দত্ত দারুণভাবে তা বাঁচিয়ে দেন।

Advertisement

দ্বিতীয়ার্ধেও বাংলার দাপট দেখতে পাওয়া গিয়েছে। খেলোয়াড়দের মধ্যে দারুণ সমন্বয় ছিল। ৪৮ মিনিটের মাথায় বাংলার আকাশ হেমব্রম গোলের সংখ্যা বাড়ান। বাংলা ৩-০ ব্যবধানে এগিয়ে যাওয়ার পরে কিছুটা হালকা চালে খেলার প্রবণতা লক্ষ্য করা যায়। আসলে বাংলার আক্রমণের কাছে নাগাল্যান্ডের রক্ষণভাগ একেবারে এলোমেলো হয়ে যায়। খেলার শেষ মুহূর্তে আরও একটি গোল পেয়ে যায় বাংলা। এবারের গোলদাতা আকিব নবাব। শেষ পর্যন্ত বাংলা ৪-০ গোলে নাগাল্যান্ডকে হারিয়ে গ্রুপের দ্বিতীয় ম্যাচে খেলার জন্য প্রস্তুতি শুরু করে দিল।

Advertisement