• facebook
  • twitter
Thursday, 18 December, 2025

ছিটকে গেলেন সাইনা, ভারতের লড়াই শেষ ব্যাংককে

ভারতীয় শাটলাররা সেভাবে নিজেদের সেরা খেলাটা মেলে ধরতে পারলেন না। তাইল্যান্ড ওপেন প্রথম রাউন্ড থেকেই ছিটকে গিয়েছিলেন পিভি সিন্ধু, প্রণিথরা।

সাইনা নেহওয়াল (File Photo: IANS)

করােনার পর খেলতে নেমে ভারতীয় শাটলাররা সেভাবে নিজেদের সেরা খেলাটা মেলে ধরতে পারলেন না। তাইল্যান্ড ওপেন প্রথম রাউন্ড থেকেই ছিটকে গিয়েছিলেন পিভি সিন্ধু, প্রণিথরা।

পাশাপাশি সৌরভ বর্মাকে পরাজিত করে শ্রীকান্ত দ্বিতীয় রাউন্ডে পৌঁছে গেলেও, চোটের কারণে শ্রীকান্ত ওয়াক ওভার নিয়ে প্রতিযােগিতা থেকে নাম তুলে নিলেন।

Advertisement

এদিকে বৃহস্পতিবার ব্যাংককে তাইল্যান্ড ওপেন প্রতিযােগিতায় ভারতের লড়াই শেষ হল সাইনা নেহওয়ালের বিদায়ে। সাইনা নেহওয়াল পরাজিত হলেন ২১-২১, ১৪-২১, ১৬-২১ পয়েন্টে।

Advertisement

Advertisement