আগামী কয়েক মাসের মধ্যেই ভারতীয় ক্রিকেট দল ইংল্যান্ড সফরে যাবে। তাই ভারতীয় দলের অধিনায়ক কে হবেন, তা নিয়ে চর্চা শুরু হয়ে গিয়েছে। নির্বাচকদের পছন্দের তালিকায় প্রথম নামটা রয়েছে রোহিত শর্মার। বর্তমানে তিনি আইপিএল ক্রিকেটে মুম্বই ইন্ডিয়ান্স দলের হয়ে খেলছেন। খেলছেন বলতে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে রোহিত শর্মার নামটা রয়েছে। গত অস্ট্রেলিয়া সফরে ব্যর্থ হওয়ার পরে রোহিত শর্মা চ্যাম্পিয়ন্স ট্রফিতে ঘুরে দাঁড়িয়ে চ্যাম্পিয়ন হয়েছিলেন। সম্প্রতি বর্ডার-গাভাসকার ট্রফিতে ভারতের ব্যর্থতা নিয়ে প্রচুর প্রশ্ন ওঠে। সেই বিতর্কে সবচেয়ে বেশি আঘাত করা হয়েছিল অধিনায়ক রোহিত শর্মাকে। অনেকে বলতে শুরু করেছিলেন রোহিত শর্মা এখনই অবসর নিন। কিন্তু রোহিত চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো খেলায় তিনি নিজেই বলেছেন, অবসর নেওয়ার ভাবনা এখনই করছি না।
রোহিত শর্মা কথা প্রসঙ্গে জানিয়েছেন, সিডনিতে শেষ টেস্ট ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলার আগেই নিজেকে সরিয়ে নিয়েছিলাম। আসলে নিজের কাছে অত্যন্ত সৎ থাকতে চেয়েছিলাম। ব্যাটে-বলে সেইভাবে নজর কাড়তে না পারায় নিজেই ভেবেছিলাম ক্রিকেট থেকে অবসর নেব। কিন্তু নির্বাচকরা বলেন, এখনই এই ভাবনা নেওয়া উচিত হবে না। শুভমন গিলকে সুযোগ দেওয়ার চেষ্টা করেছিলাম। অধিনায়কের ব্যাটনটাও ছেড়ে দিয়েছিলাম যশপ্রীত বুমরার হাতে। আসলে রোহিত ভেবেছিলেন, নিজে দল থেকে সরে থাকলে খেলোয়াড়রা যদি অনুপ্রাণিত হন, সেই কাজটা করা উচিত। শুধু নিজের উপরে আস্থা রাখলে চলবে না। পুরো দলের আত্মবিশ্বাস ফিরিয়ে আনাটাই একজন অধিনায়কের প্রধান কাজ।
Advertisement
অবার শোনা যায়, শেষ টেস্ট ম্যাচটা অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে নামার আগে কোচ গৌতম গম্ভীর ও প্রধান নির্বাচক অজিত আগারকারের সঙ্গে কথা বলেছিলেন রোহিত শর্মা। সেই আলোচনা উচ্চমার্গে পৌঁছে গিয়েছিল। এমনকি মতবিরোধ তৈরি হয়েছিল। রোহিত আরও বলেছেন, ‘কখনও কখনও এ রকম হয়। সব ঠিক থাকলেও ব্যাট-বলে ঠিক মতো সংযোগ হয় না। হয়তো ১০ দিন বা পাঁচ দিন পরই ঠিক হয়ে যাবে। তবু সে সময় আমার ওই সিদ্ধান্তটাই ঠিক মনে হয়েছিল। টেস্টের আগে কোচ গৌতম গম্ভীর এবং প্রধান নির্বাচক অজিত আগরকরের সঙ্গে কথা বলেছিলাম। ওঁরা একটু নিমরাজি ছিল। একটু মতবিরোধও হয়েছিল আমাদের মধ্যে। তবে আমার কাছে দলই সবার আগে। আমি চেষ্টা করতে পারি। কিন্তু তার থেকেও গুরুত্বপূর্ণ হচ্ছে দলের প্রয়োজন এবং পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া। অনেক সময় এই সিদ্ধান্তগুলি কাজে আসে। অনেক সময় আসে না। তবু সিদ্ধান্ত একটা নিতেই হয়। সিদ্ধান্ত কার্যকর করে দেখতে হয়। তা ছাড়া নিশ্চিত সাফল্য বলে কিছু হয় না।’
Advertisement
রোহিত আরও বলেন, অধিনায়ক হিসেবে নিজের দর্শনের উপর বিশ্বাস রাখতে হয়। যেদিন থেকে অধিনায়কের দায়িত্ব নিয়েছি, সেদিন থেকে দলের স্বার্থকেই প্রাধান্য দিয়েছি। দলকে জেতানোর জন্য সবরকম চেষ্টা করেছি। ড্রেসিং রুমের চেহারা বদলে দিয়েছি। সবার সঙ্গে সহমত পোষণ করে দল গঠন করার কথা বলেছি। তাই এখন থেকেই রোহিত শর্মা ইংল্যান্ড সফর নিয়ে ভাবনা শুরু করে দিয়েছেন। তিনি আশা করেন, পাঁচ টেস্ট সিরিজে ভারতীয় দল ভালো খেলবে। যশপ্রীত বুমরা ও মহম্মদ শামিকে পুরো ফিট অবস্থায় পেলে ইংল্যান্ডকে বড় ধাক্কা দেওয়া যাবে। কঠিন লড়াইয়ের মুখে ইংল্যান্ডকে খেলতে হবে।
Advertisement



