করােনার কারণে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলা কোথায় অনুষ্ঠিত করা হবে তা নিয়ে একটা সংশয় চলছিল। তবে করােনার অতিমারিতে ফাইনাল খেলায় আদৌ অনুষ্ঠিত করা হবে কিনা তা নিয়ে যখন জল্পনা চলছিল।
তখন বৃহস্পতিবার উয়েফা গভর্নিং বডির থেকে জানানো হয়েছে। ম্যানচেস্টার সিটি এবং চেলসির মধ্যে ২৯ মে’র ফাইনাল খেলাটি ইস্তানবুল থেকে সরিয়ে পাের্তোতে অনুষ্ঠিত করা হবে।
Advertisement
পাশাপাশি এই ফাইনাল খেলায় দুটি দলের সমর্থকরা মাঠে উপস্থিত থাকতে পারবেন। দুই দলই ছয় হাজার সমর্থক আনতে পারবেন। অর্থাৎ বারাে হাজার সমর্থকদের মাঝে উয়েফার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হতে চলেছেন পাের্তোয়।
Advertisement
Advertisement



