কোভিডের জন্য পরপর দু’বছর একুশে জুলাইয়ের সমাবেশ ধর্মতলায় হয়নি। এবছর ধর্মতলাতেই শহিদ দিবসের কর্মসূচির বিষয়ে শুক্রবার আনুষ্ঠানিক পোস্টার প্রকাশ করল তৃণমূল।
যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি-সহ লেখা সেই চেনা স্লোগান ‘ধর্মতলা চলো।’ কোভিডের কারণে দু’বছর এই সমাবেশ ভার্চুয়াল করতে হয়েছিল তৃণমূলকে।
Advertisement
কালীঘাট মিলন সমিতির মাঠে ছোট্ট প্যান্ডেল করে সেখানে বক্তৃতা করেছিলেন দিদি, অভিষেক বন্দ্যোপাধ্যায়, সুব্রত বক্সীরা। তবে এবার চেনা জায়গায় ফিরছে সমাবেশ।
Advertisement
গত বছর বিধানসভা ভোটে বিজেপিকে পরাস্ত করে ঐতিহাসিক জয়ের পরেও সব করা যায়নি। সেই সময়ে কোভিডের গ্রাফ এতটাই ঊর্ধ্বমুখী ছিল যে বিজয় মিছিলেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল শাসকদলের তরফে।
এবার এখনও পর্যন্ত যা পরিস্থিতি তাতে ধর্মতলায় সভা ডাকল তৃণমূল কংগ্রেস সামনের বছর পঞ্চায়েত নির্বাচন।
রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, ধর্মতলার মঞ্চ থেকেই হয়তো পঞ্চায়েত নির্বাচন নিয়ে বার্তা দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়।
Advertisement



