• facebook
  • twitter
Saturday, 20 December, 2025

প্রতীক রাইয়ের ২২০ রান

জেসি মুখার্জি ট্রফিতে দ্বিশতরান করে ফেললেন প্রতীক রাই। বয়স মাত্র ১৬। বুধবার দেশপ্রিয় পার্কে সালকিয়া ফ্রেন্ডসের বিরুদ্ধে মাত্র ১৩৯ বল খেলে ২২০ রান।

প্রতিকি ছবি (File Photo: iStock)

জেসি মুখার্জি ট্রফিতে দ্বিশতরান করে ফেললেন প্রতীক রাই। বয়স মাত্র ১৬। বুধবার দেশপ্রিয় পার্কে সালকিয়া ফ্রেন্ডসের বিরুদ্ধে মাত্র ১৩৯ বল খেলে ২২০ রানের এই অসাধারণ ইনিংস খেলে প্রতীক রাই।

প্রতীকের ব্যাটিংয়ের উপর ভর করে গ্রিয়ার স্পাের্টিং ক্লাব পঁয়তাল্লিশ ওভারে দুই উইকেট হারিয়ে ৩৬০ রান তােলে। জবাবে সালকিয়া ফ্রেন্ডস মাত্র ১৩৮ রানে গুটিয়ে যায়।

Advertisement

Advertisement

Advertisement