বার্সিলােনা ক্লাবে পুলিশি হানা 

এফসি বার্সিলােনার অফিসে সােমবারই হঠাই পুলিশি হানা। অফিসে তল্লাশি চালায় পুলিশ। এরপর বাড়ি থেকে গ্রেফতার করা হয় ক্লাবের প্রাক্তন সভাপতি জোসেপ মারিয়া বার্তামেউকে।

Written by SNS Barcelona | March 2, 2021 5:30 pm

বার্সিলােনা ক্লাবের প্রাক্তন সভাপতি জোসেপ মারিয়া বার্তামেউ। (Photo: IANS)

এফসি বার্সিলােনা’র অফিসে সােমবারই হঠাই পুলিশি হানা অফিসে তল্লাশি চালায় পুলিশ এরপর বাড়ি থেকে গ্রেফতার করা হয় ক্লাবের প্রাক্তন সভাপতি জোসেপ মারিয়া বার্তামেউকে

এছাড়াও সিইও অস্কার গ্রাউ ও লিগ্যাল টিমের প্রধান রােমান গােমেজকে গ্রেফতার করা হয়েছে বলে স্পেনের সংবাদমাধ্যম থেকে জানা গিয়েছে 

পুলিশের তরফ থেকে এখনও কোনাে নাম প্রকাশ না করা হলেও বেশ কিছু গ্রেফতারের খবরকে সিলমােহর দেওয়া হয়েছে পুলিশের তরফ থেকে

বার্তামেউ সভাপতি থাকাকালীন তিনি একটি সােশ্যাল মিডিয়া কোম্পানিকে ক্লাবের কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বের বিরুদ্ধে ভুয়াে অভিযােগ ছড়ানাের জন্য টাকা দেন বলে অভিযােগ করেছিলেন

এর ফলে মেসি, গুয়ার্দিওয়ালা, জাভি ও জেরার্ড পিকের বিরুদ্ধে ইচ্ছাকৃত বদনাম ছড়ানাে হয়েছিল মেসি সেই সময় ক্লাবের চুক্তিপত্রে সই করতে চান না বলেও সােশ্যাল মিডিয়ায় খবর বেরিয়েছিল