ম্যান সিটির জয়ের মেশিনের পিছনে রয়েছেন অসাধারণ প্রতিভাধর গুয়ার্দিওয়ালা

সাফল্যের জন্যে তাঁর অন্তহীন ক্ষুধার কারণে ম্যানচেস্টার সিটির কোচ পেপ গুয়ার্দিওয়ালা দারুণভাবে প্রশংসিত হলেন সােমবার। তাঁরই কোচিংয়ে সিটি টানা দ্বিতীয়বার ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হয়েছে। কোচ হিসেবে দশটি মরশুমে গুয়ার্দিওয়ালা আটবার লিগ জিতলে বার্সিলােনা, বায়ার্ন মিউনিখ এবং ম্যানচেস্টার সিটির দলের কোচ হিসেবে।

Written by SNS London | May 14, 2019 5:24 pm

পেপ গুয়ার্দিওয়ালা (Photo: Xinhua/Matthew Impey/IANS)

সাফল্যের জন্যে তাঁর অন্তহীন ক্ষুধার কারণে ম্যানচেস্টার সিটির কোচ পেপ গুয়ার্দিওয়ালা দারুণভাবে প্রশংসিত হলেন সােমবার। তাঁরই কোচিংয়ে সিটি টানা দ্বিতীয়বার ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হয়েছে। কোচ হিসেবে দশটি মরশুমে গুয়ার্দিওয়ালা আটবার লিগ জিতলে বার্সিলােনা, বায়ার্ন মিউনিখ এবং ম্যানচেস্টার সিটির দলের কোচ হিসেবে।

ম্যানচেস্টার সিটি গতবছর লিগে রেকর্ড ১০০ পয়েন্ট সংগ্রহ করেছিল। এবার তারা ৯৮ পয়েন্টে লিগ শেষ করেছে। লিভারপুল ১৯৯০ সালের পর থেকে ম্রিমিয়ার লিগ জেতার জন্য যে অপেক্ষায় ছিল তা আরও দীর্ঘ হল এবার। প্রিমিয়ার লিগে তারা এবছর ১৭ পয়েন্ট পেয়েছে।

ইংল্যান্ডের দ্য গার্ডিয়ান সংবাদপত্র সােমবার হেডলাইন দিয়েছে ‘পেপস পাটি’ তার নিচে লেখা হয়েছে একমাত্র সত্যিকার বিশ্বতার এই সেটাপের কোচ হিসেবে তারা ক্রিশ্চিয়ানাে রােনাল্ডাে বা লিওনেল মেসির পিছনে দৌড়ায়নি। বরং তরুণ ফুটবলারদের ওপর ভরসা রেখেছিল তারা তাদের প্রতিভাকে এক অন্য উচ্চতায় তুলে নিয়ে গিয়েছে। গুয়ার্দিওয়ালাকে কোচ হিসেবে অসাধারণ প্রতিভাধর আখ্যা দিয়েছে ইংল্যান্ডের সংবাদপত্রগুলি।

দ্য ডেইলি সংবাদপত্র লিখেছে পেপ গুয়ার্দিওয়ালার দলের সাফল্যকে ছােটো না করেও বলা যায় লিভারপুলের উপস্থিতি দারুণভাবে নজরে পড়েছে কোনও সন্দেহ নেই। এবারের লিগে লিভারপুল ছিল অন্যতম সেরা দলগুলাের একটি যা আগে এখনও দেখা যায়নি।

লিভারপুলের কোচ জুনে ক্লপ বলেছেন, এই মরশুমে তাঁর দলের যাত্রা শুরু হল। কিন্তু তিন দশকেরও বেশি তাদের লিগ খেতাব জয়ের জন্য অপেক্ষা নিয়ে কোনও কথা বলেননি ক্লপ। তবে লিভারপুলের কোচ জানিয়েছেন, সিটির আর্থিক ক্ষমতা যার পিছনে রয়েছে ক্লাবের মালিক আবু ধাবির লোকজন সেটাই হল লিভারপুলকে টপকে যাওয়া যে সহজ নয় তার গ্রধান কারণ।