• facebook
  • twitter
Monday, 21 April, 2025

বিরাট কোহলির প্রশংসায় পঞ্চমুখ দিলীপ বেঙ্গসরকার

ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল আর্থাটন বলেছিলেন, ভারত শুধু দুবাইতে খেলছে। ওখানকার আবহাওয়ার সঙ্গে মিশে গেছে।

ফাইল চিত্র

বেশ কয়েকটি দেশ চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুবাইয়ের মাঠে ভারতের খেলা নিয়ে সমালোচনায় মুখর হয়েছে। তাদের এই দাবি নস্যাৎ করে দিলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার দিলীপ বেঙ্গসরকার। তিনি স্পষ্ট জানিয়েছেন, নিরাপত্তার প্রশ্নে ভারতকে দুবাইয়ের মাঠে খেলতে হচ্ছে। কিন্তু বাড়তি সুবিধার কথাটা কিছুতেই মেনে নেওয়া সম্ভব হচ্ছে না। আসলে যে দেশগুলি ম্যাচ জিততে পারছে না, তারাই এমন কথা বলছে। শুক্রবার কাশীপুর-বেলগাছিয়া এমএলএ কাপ ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধনে কলকাতায় এসেছিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক দিলীপ বেঙ্গসরকার।

বেঙ্গসরকার মনে করেন, যে উইকেটেই খেলা হোক না কেন, তা দু’দলের জন্যই ভাবা হয়ে থাকে। তাই পিচ ও পরিবেশ দু’দলের কাছে একই। স্পিন সহায়ক পিচে স্পিনাররা ভালো বল করতে পারলে তারাই জিতবে, এতে নতুনত্ব কী আছে? আবার যদি উল্টো করে বলা যায় দ্রুতগামী বোলারদের জন্য পিচ তৈরি হলে তাই ফয়দা তুলে নেবে। ব্যাটসম্যানরা স্পিনার ও পেসারদের ঠিকমতো মোকাবিলা করতে পারলে স্কোরবোর্ডটা পরিবর্তন হবে। এটাই হচ্ছে আসল কথা। তাই ভারত আলাদা কোনও পিচে খেলছে না। ক্রিকেটারদের উপরেই নির্ভর করে নিজেদের কীভাবে বোলারদের মোকাবিলা করা যায়।

বেঙ্গসরকার আরও বলেন, প্রথম ১০ ওভারে যে দল ভালো রান করতে পারবে, তারা কিন্তু জেতার পক্ষে এগিয়ে থাকবে। ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল আর্থাটন বলেছিলেন, ভারত শুধু দুবাইতে খেলছে। ওখানকার আবহাওয়ার সঙ্গে মিশে গেছে। তাদের এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে হচ্ছে না। সেই সুবিধাটা ভারতকে এগিয়ে রাখছে। এই প্রসঙ্গে তিনি বলেন, চ্যাম্পিয়ন্স ট্রফির ক্রীড়াসূচি তৈরি হওয়ার সময় এই ঘটনা তো সবারই জানা ছিল যে ভারত দুবাইতে খেলবে। তাহলে হেরে যাওয়ার পরে চিৎকার করার কোনও প্রয়োজন নেই। ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক নাসের হুসেনও একই কথা বলেছিলেন। এর পিছনে কোনও যুক্তি আছে? ভারত তার খেলা খেলছে। সেই খেলার সঙ্গে লড়াই করতে প্রতিপক্ষ দল ব্যর্থ হলে কিছু করার নেই।
এবারে বিরাট কোহলির প্রশংসায় পঞ্চমুখ বেঙ্গসরকার। তিনি বলেন, আমি যখন নির্বাচকের ভূমিকায় ছিলাম, তখনই বিরাট কোহলিকে সিনিয়র ভারতীয় দলে নিয়ে আসার কথা বলেছিলাম। তার আগে বেশ কয়েকবার কোহলিকে বিভিন্ন ফরম্যাটে খেলানোর জন্য চেষ্টা করেছিলাম।

কোনও কোনও নির্বাচক, কোচ বা অধিনায়কের আপত্তিতে সেই সময় কোহলিকে দলে রাখা সম্ভব হয়নি। কোহলি এখন বিশ্বের অসাধারণ ক্রিকেটারদের মধ্যে পড়ে। অস্ট্রেলিয়া সফরে হয়তো কোহলি ভালো পারফরম্যান্স দেখাতে পারেনি। তাই বলে কোহলিকে খেলা ছাড়ার কথা ভাবতে হবে, এটা ঠিক নয়। এখনও অনেক কিছু দেওয়া বাকি রয়েছে কোহলির। অপেক্ষা করুন, দেখতে পাবেন। চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাঁর খেলা দেখে সবাই খুশি হচ্ছেন তাই নয়, বলছেন কোহলিকে নিয়ে একটা ইতিহাস গড়া যায়। কোহলি অন্যদের তুলনায় অন্য চরিত্রের ক্রিকেটার। বেঙ্গসরকার যেভাবে কোহলির প্রতি যে প্রশংসার কথা বলেছেন, সেই কথাই ঋদ্ধিমান সাহার গলায়ও শুনতে পাওয়া গেল।

এই অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন বাংলার প্রাক্তন ক্রিকেটার সম্বরণ ব্যানার্জি, ঋদ্ধিমান সাহা, ডেপুটি মেয়র অতীন ঘোষ, দমকলমন্ত্রী সুজিত বসু ও মোহনবাগান ক্লাবের সচিব দেবাশিস দত্ত। প্রত্যেকেই এই ধরনের ক্রিকেটের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।