আগামী ২২ ডিসেম্বর অনুষ্ঠিত বোর্ডের বোর্ডের অ্যাপেক্স কাউন্সিলের বার্ষিক সাধারণ সভায় ভারতীয় ক্রিকেটের দুই সিনিয়র তারকা ব্যাটসম্যান বিরাট কোহলি এবং রোহিত শর্মার কেন্দ্রীয় চুক্তি নিয়ে আলোচনা হতে পারে।জানা গেছে, এটি হবে বোর্ডের ৩১তম বার্ষিক সাধারণ সভা, যা ভার্চুয়ালি অনুষ্ঠিত হবে। এই সভায় কোহলি এবং রোহিতের চুক্তির ভবিষ্যৎ নিয়ে বোর্ডের শীর্ষ নেতৃত্ব সিদ্ধান্ত নেবে। গত এক বছরে এই দুই তারকা ব্যাটসম্যান টেস্ট এবং টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিয়েছেন এবং এখন তাঁরা কেবল একদিনের আন্তর্জাতিক ম্যাচেই খেলেন। ২০২৪-২৫-এর ১ অক্টোবর, ২০২৪ থেকে ৩০ সেপ্টেম্বর, ২০২৫ তাঁরা যশপ্রীত বুমরা এবং রবীন্দ্র জাদেজার সঙ্গে এ+ ক্যাটাগরিতেই ছিলেন।
জানা গেছে, ভারতের টেস্ট এবং ওয়ানডে অধিনায়ক শুভমান গিল-এর এ+ ক্যাটাগরিতে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাঁর সঙ্গে সিনিয়র অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা এবং যশপ্রীত বুমরাও একই ক্যাটাগরিতে থাকতে পারেন। গিল এর আগে এ ক্যাটাগরিতে ছিলেন।
Advertisement
এখন দেখার বিষয়, বোর্ডের সভার সিদ্ধান্ত অনুযায়ী কোহলি ও রোহিত এ+ ক্যাটাগরিতেই থাকবেন, নাকি তাঁদের গ্রেড এ-তে নামিয়ে আনা হবে। যদি তাঁদের গ্রেড কমানো হয়, তাহলে তাঁদের বার্ষিক বেতন থেকে ২ কোটি টাকা কমবে। বর্তমানে বার্ষিক চুক্তি বাবদ বেতন কাঠামোটি হল: এ+: ৭ কোটি টাকা, এ: ৫ কোটি টাকা,, বি: ৩ কোটি টাকা, সি: ১ কোটি টাকা
Advertisement
এই সভায় মহিলা ক্রিকেটের চুক্তি নিয়েও আলোচনা করা হবে। এছাড়া, আম্পায়ার এবং ম্যাচ রেফারিদের পারিশ্রমিক কাঠামো পরিবর্তনের প্রস্তাব এবং বোর্ডের ডিজিটাল প্ল্যাটফর্ম সম্পর্কিত আপডেট নিয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে। বোর্ডের প্রশাসনিক রদবদলের পর অ্যাপেক্স কাউন্সিলের এটিই হবে প্রথম বার্ষিক সাধারণ সভা।
Advertisement



