• facebook
  • twitter
Wednesday, 17 December, 2025

মুর্শিদাবাদে বোমার বিস্ফোরণে আঙুল উড়ল এক যুবকের

মুর্শিদাবাদের সাগরপাড়ার ঘটনা। আহত যুবকের নাম নাজমুল হক

প্রতীকী ছবি

বোমায় আঙুল উড়ল এক যুবকের। মুর্শিদাবাদের সাগরপাড়ার ঘটনা। আহত যুবকের নাম নাজমুল হক। কী ভাবে ঘটনাটি ঘটল তা নিয়ে উঠছে প্রশ্ন। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

বাংলাদেশ সীমান্ত লাগোয়া গ্রাম চর চাকমারী। মুর্শিদাবাদের সাগরপাড়া থানার আওতাধীন। বুধবার সকালে ওই বিস্ফোরণের আওয়াজে কেঁপে ওঠে এলাকা। সীমান্ত এলাকার একটি বাড়িতে বিস্ফোরণটি হয়। রক্তাক্ত অবস্থায় পাওয়া যায় ২৭ বছরের এক যুবককে।

Advertisement

তাঁকে উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁকে ভর্তি করা হয়।  বিস্ফোরণে ওই যুবকের হাতের বেশ কয়েকটি আঙুল উড়ে গিয়েছে। শুধু তাই নয়, শরীরের একাধিক জায়গাতেও ক্ষত রয়েছে। তবে তিনি বিপদমুক্ত বলে হাসপাতাল সূত্রে খবর।

Advertisement

খবর দেওয়া হয় সাগরপাড়া থানার পুলিশকে। তারা গ্রামে পৌঁছয়। ওই যুবক একাধিক অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত বলে পুলিশ জানতে পেরেছে। সীমান্ত এলাকায় পাচারের সময় ওই বোমা নিয়ে যাওয়া হয়েছিল বলে খবর। পরে বাড়ি ফিরে বোমা রাখার সময় কোনও কারণে ফেটে যায়। বাড়িতে রাখা পুরনো বোমা অন্যত্র সরানোর সময়ও বিস্ফোরণ হয়ে থাকতে পারে। সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। বাড়িতেই বোমা তৈরি হয় কি না তা নিয়েও উঠছে প্রশ্ন।

হাসপাতাল থেকে ওই যুবক যাতে পালাতে না পারেন, সেজন্য পুলিশ পাহারার ব্যবস্থা হয়েছে। ওই এলাকায় কি আরও বোমা মজুত করা রয়েছে? বোমা খোঁজার জন্য পুলিশ ও স্থানীয় ক্যাম্প থেকে বিএসএফ তল্লাশি চালায়। মুর্শিদাবাদের একাধিক জেলা থেকে মাঝেমধ্যেই প্রচুর সংখ্যায় বোমা উদ্ধার হয়। চলতি মাসে কয়েকশো বোমা উদ্ধার হয়েছে বলে খবর।

Advertisement