• facebook
  • twitter
Friday, 19 December, 2025

রবিবার যুব এশিয়া কাপ ফাইনালে মুখোমুখি পাকিস্তান ও ভারত

ভারত জয়ের লক্ষ্যে ১৩৯ রান তাড়া করে খেলা শুরু করে। ভারতের অধিনায়ক আয়ুষ ৮ বলে ৭ রান দিয়ে প্যাভিলিয়নে ফেরত যান। এদিন বৈভব রান করতে পারেননি।

প্রতিনিধিত্বমূলক চিত্র

অনুর্ধ্ব-১৯ এশিয়া কাপ ক্রিকেটে অপ্রতিরোধ্য ভারতীয় দল। শুক্রবার শ্রীলঙ্কাকে কোনও পাত্তা না দিয়ে বৈভব সূর্যবংশীরা ৮ উইকেটে ম্যাচ জিতে নিল। অধিনায়ক আয়ুষ মাত্রের ভারতীয় দল এবারে ফাইনালে মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে। ক্রিকেট ময়দানে এই মহারণকে ঘিরে ক্রিকেট ভক্তরা অবশ্যই উন্মুখ হয়ে থাকবেন। আসলে ভারত ও পাকিস্তান যে কোনও ইভেন্টেই মুখোমুখি হোক না কেন, তা নিয়ে অবশ্যই উত্তেজনা তুঙ্গে থাকে। সেই কারণেই যুব ক্রিকেটেও এই খেলাকে ঘিরে উন্মাদনার পারদ চড়চড় করে বাড়বে।

শুক্রবার সকাল থেকেই এখানে বৃষ্টি হওয়ায় সংশয় তৈরি হয়েছিল আদৌ কি খেলা শুরু করা সম্ভব হবে? কিন্তু আবহাওয়া বদলে যাওয়ায় খেলা শুরু করার জন্য বিকেল তিনটের সময় টস করতে যান আম্পায়াররা। বৃষ্টির কারণে ৫০ ওভারের জায়গায় ২০ ওভার নির্দিষ্ট করা হয়। টসে জিতে ভারতের আয়ুষ মাত্রেরা শ্রীলঙ্কাকে ব্যাট করতে পাঠান। শ্রীলঙ্কার স্কোরবোর্ডে ২৮ রানের মধ্যেই তাদের তিনটি উইকেট হারাতে হয়। শেষ পর্যন্ত ৮ উইকেটে ১৩৮ রান করে শ্রীলঙ্কা ইনিংস শেষ করে। বিমথ দিনসারা ৪২ রান করেন। আবার চমিকা হেনাতিগালার ব্যাট থেকে আসে ৪২ রান।

Advertisement

ভারত জয়ের লক্ষ্যে ১৩৯ রান তাড়া করে খেলা শুরু করে। ভারতের অধিনায়ক আয়ুষ ৮ বলে ৭ রান দিয়ে প্যাভিলিয়নে ফেরত যান। এদিন বৈভব রান করতে পারেননি। তার ব্যাট থেকে আসে মাত্র ৯ রান। শেষ পর্যন্ত বিহান মালহোত্রা ও অ্যারোন জর্জ লড়াকু ভূমিকা নিয়ে ভারতের জয় এনে দেন। বিহান করেন ৪৫ বলে ৬১ রান আর অ্যারনের ব্যাট থেকে এসেছে ৫৮ রান ৪৯ বলে। আগামী রবিবার অনুর্ধ্ব-১৯ এশিয়া কাপ ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে নামবে ভারত।

Advertisement

Advertisement