• facebook
  • twitter
Friday, 5 December, 2025

এবার আসল যুজিকে দেখতে পাবেন!

মরু শহরে আইপিএলের দ্বিতীয়ার্ধের খেলায়। নিজের সেরা খেলা মেলে ধরতে প্রস্তুত চাহাল। টি-টোয়েন্টি বিশ্বকাপে দলে ডাক পাননি ভারতীয় এই লেগ স্পিনার।

যজুভেন্দ্র চাহাল এবং ধনশ্রী (Photo: IANS)

মরু শহরে আইপিএলের দ্বিতীয়ার্ধের খেলায়। নিজের সেরা খেলা মেলে ধরতে প্রস্তুত চাহাল। টি-টোয়েন্টি বিশ্বকাপে দলে ডাক পাননি। তার জন্য মানসিক দিক দিয়ে ভেঙে না পড়ে নিজের কামব্যাকের।

প্রস্তুতি হিসাবে আইপিএলকে বেছে নিয়ে চাহাল। বলেন, আমি প্রস্তুত। এবারে সেরা খেলাটা মেলে ধরব। আর দলের সঙ্গে পুনরায় ফিরে আসতে পেরে ভালাে লাগছে। আগাম বলে রাখি, এবার আপনারা আসল যুজিকে দেখবেন।

Advertisement

Advertisement

Advertisement