• facebook
  • twitter
Friday, 5 December, 2025

রেকর্ড গড়ে শীর্ষস্থানেই নােভাক জোকোভিচ

নোভাক জোকোভিচ নয়া নজির গড়লেন রজার ফেডারের সর্বকালীন রেকর্ড স্পষ্ট করলেন জোকার, সবথেকে বেশি সপ্তাহ এটিপি টেনিস র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখে।

নােভাক জোকোভিচ (File Photo: IANS)

নোভাক জোকোভিচ নয়া নজির গড়লেন রজার ফেডারের সর্বকালীন রেকর্ড স্পষ্ট করলেন জোকার, সবথেকে বেশি সপ্তাহ এটিপি টেনিস র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখে।

সােমবার টেনিস র্যাঙ্কিং ঘােষণা করা হয় এবং সেখানে এক নম্বর স্থানটি ধরে রেখেছেন গত মাসে অস্ট্রেলিয়ান ওপেন বিজয়ী নােভাক জোকোভিচ।

Advertisement

এই নিয়ে জোকার ৩১০ সপ্তাহ তিনি শীর্ষস্থান ধরে রাখলেন এক নজরে প্রথম পাঁচের তালিকা: নোভাক জোকোভিচ ( প্রথম ), রাফায়েল নাদাল ( দ্বিতীয় ), ড্যানিয়েল মেদভেদ ( তৃতীয় ), ডােমিনিক থিয়াম ( চতুর্থ ) ও রজার ফেডেরার ( পঞ্চম )।

Advertisement

Advertisement