সময়টা যেন কিছুতেই ভালো যাচ্ছে না ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার জুনিয়রের। কিছুদিন আগেই মারাদোনার অনুকরণে ‘হ্যান্ড অফ গড’ অর্থাৎ হাত দিয়ে গোল করে বিতর্কে জড়িয়েছিলেন তিনি। আর এবার করোনা আক্রান্ত হয়েছেন তিনি। এই নিয়ে দ্বিতীয়বার এই রোগের কবলে পড়লেন তিনি। তার বর্তমান ক্লাব স্যান্টোস এদিন সামাজিক মাধ্যমে বিবৃতি দিয়ে একথা জানিয়েছেন। সেজন্যে আপাতত নিভৃতবাসে রয়েছেন তিনি।
জানা যাচ্ছে, গত বৃহস্পতিবারে প্রথম তার শরীরে কোভিডের উপসর্গ দেখা দেয়। সেজন্যে সতর্কতাস্বরূপ তিনি সেদিন দলের সাথে অনুশীলন করেননি। এরপরেই টেস্ট করা হলে রিপোর্ট পজিটিভ আসে। এই বিবৃতিতে তারা আরও জানায়, সোমবার পুনরায় টেস্ট করা নেইমারের। তারপরেই, চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ক্লাব কর্তৃপক্ষ।
সৌদি আরবের ক্লাব আল হিলালে নিজেকে সেভাবে মেলে ধরতে না পারলেও এই মরসুমে স্যান্টোসের হয়ে শুরুটা খুব একটা খারাপ করেননি ৩৩ বছর বয়সী ব্রাজিলের এই তারকা ফরোয়ার্ড। এখনও পর্যন্ত ১২ ম্যাচে তিনটে গোল ও তিনটে অ্যাসিস্ট রয়েছে তাঁর। ক্লাব ফুটবলে নিজেকে মেলে ধরার পাশাপাশি ২০২৬ বিশ্বকাপের জন্যও নিজেকে প্রস্তুত করছিলেন তিনি। আর মাঝেই দ্বিতীয়বারের জন্য কোভিড আক্রান্ত হলেন তিনি। ফলে, সবধরণের যে ফের একবার বিঘ্ন ঘটল তা বলাই বাহুল্য।