• facebook
  • twitter
Friday, 5 December, 2025

পঞ্চাশ বছরে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম

১৯৭৫ সালে ৫ ফেব্রুয়ারি বিশ্ব টেবল টেনিসকে ঘিরে কলকাতা শহর উত্তাল হয়ে উঠেছিল

ফাইল চিত্র

পঞ্চাশ বছর আগে বিশ্ব টেবিল টেনিস প্রতিযোগিতা দিয়ে নেতাজি ইন্ডোর স্টোডিয়ামের উদ্বোধন হয়েছিল। ১৯৭৫ সালে ৫ ফেব্রুয়ারি বিশ্ব টেবল টেনিসকে ঘিরে কলকাতা শহর উত্তাল হয়ে উঠেছিল। সেই দিনের কথা হয়তো এখন আর কারওর মনে নেই। কলকাতা শহরে প্রথম আন্তর্জাতিক স্তরে কোনও খেলা অনুষ্ঠিত হয়েছিল।

তৎকালীন মুখ্যমন্ত্রী সিদ্ধার্থ শঙ্কর রায় নিজে খেলে এই প্রতিযোগিতার সূচনা করেছিলেন। সেদিন ৬৫টি দেশের খেলোয়াড়রা যেমন উপস্থিত ছিলেন তেমনি কর্মকর্তা, কোচ ও অবজার্ভাররা। এই স্টেডিয়ামকে ঘিরে পরবর্তী সময় আর চারটি স্টেডিয়াম তৈরি হয়েছিল।

Advertisement

কিন্তু সেই অবহাওয়া এখন টেবল টেনিসে নেই। টেবল টেনিসের কর্মকর্তারাও এই দিনটিকে মনে করতে পারলেন না। তবে বেঙ্গল স্টেট টেবল টেনিস অ্যাসোসিয়েশনের সহসভাপতি সুব্রত দে বলেন, অবশ্যই এই দিনটাকে পালন করা যেত। কিন্তু এখন জাতীয় গেমসের জন্য সবাই ব্যস্ত রয়েছেন তাই সম্ভব হল না।

Advertisement

Advertisement