• facebook
  • twitter
Monday, 22 December, 2025

আজ এসআইআর নিয়ে মমতার সভা নেতাজি ইন্ডোরে

শতাংশের নিরিখে সবচেয়ে বেশি ভোটার বাদ যাওয়ার ঘটনা ঘটেছে কলকাতার ১১টি বিধানসভা কেন্দ্রে, যার মধ্যে মুখ্যমন্ত্রীর নিজের কেন্দ্র ভবানীপুরও রয়েছে।

নিজস্ব চিত্র

তৃণমূল কংগ্রেসের বিধানসভা এলাকার বিএলএ-দের নিয়ে সোমবার কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে গুরুত্বপূর্ণ বৈঠক করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে, সোমবার দুপুরে কলকাতার ১১টি বিধানসভা কেন্দ্রের পাশাপাশি উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া এবং হুগলি জেলার বাছাই করা কয়েকটি বিধানসভা কেন্দ্রের বিএলএ-দের নিয়ে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া ঘিরে তৈরি হওয়া পরিস্থিতিই এই বৈঠকের মূল আলোচ্য বিষয় বলে মনে করা হচ্ছে। এসআইআরের প্রথম পর্যায়ে খসড়া ভোটার তালিকা প্রকাশের পর রাজ্য জুড়ে প্রায় সাড়ে ৫৮ লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে। শতাংশের নিরিখে সবচেয়ে বেশি ভোটার বাদ যাওয়ার ঘটনা ঘটেছে কলকাতার ১১টি বিধানসভা কেন্দ্রে, যার মধ্যে মুখ্যমন্ত্রীর নিজের কেন্দ্র ভবানীপুরও রয়েছে।

উল্লেখ্য, ভবানীপুরের বিএলএ-দের নিয়ে গত সপ্তাহেই কালীঘাটের বাসভবনে বৈঠক করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তখনই তিনি বৃহত্তর পরিসরে বিএলএ-দের নিয়ে আলোচনার ইঙ্গিত দিয়েছিলেন। রাজনৈতিক মহলের একাংশের মতে, সোমবারের সভা থেকে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে মুখ্যমন্ত্রী কড়া বার্তা দিতে পারেন। পাশাপাশি কেন্দ্রের শাসক দল বিজেপিকেও নিশানায় রাখার সম্ভাবনা রয়েছে।

Advertisement

অন্যদিকে, ওই বৈঠকের রাজনৈতিক জবাব দিতে প্রস্তুতি নিচ্ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। সোমবার প্রায় একই সময় বিধানসভায় উপস্থিত থাকবেন শুভেন্দু অধিকারী। বিজেপি সূত্রে জানা গিয়েছে, ওইদিন বিধানসভায় দলের একাধিক বিধায়ককে ডেকেছেন তিনি।

Advertisement

Advertisement