• facebook
  • twitter
Thursday, 21 August, 2025

পঞ্চাশে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম

মূল প্রতিযোগিতায় অংশ নেওয়ার আগে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে খেলোয়াড়দের জন্য অনুশীলনের ব্যবস্থা করা হয়েছিল

ফাইল চিত্র

দেখতে দেখতে পঞ্চাশ বছর হয়ে গেল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের। উনিশশো পচাত্তর সালে কলকাতায় বসেছিল বিশ্ব টেবল টেনিস প্রতিযোগিতা। ওই প্রতিযোগিতা দিয়েই ১৯৭৫ সালে ৫ ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের সূচনা হয়েছিল।

ওই প্রতিযোগিতায় সারা বিশ্বের প্রায় ৭০টি দেশ অংশ নিয়েছিল। এর আগে বিশ্ব পর্যায়ে আন্তর্জাতিক ম্যাচ কলকাতায় অনুষ্ঠিত হয়নি। তার আগেই কলকাতা টেবল টেনিসের শহরে পরিণত হয়েছিল। কলকাতার রাজপথ মিশে গিয়েছিল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। কয়েক হাজার ক্রীড়া ব্যক্তিত্ব হাজির হয়েছিলেন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের চত্বরে। প্রতিযোগিতা এমন জায়গায় পৌঁছে গিয়েছিল তা আজও সবাইকে মনে করিয়ে দেয়।

মূল প্রতিযোগিতায় অংশ নেওয়ার আগে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে খেলোয়াড়দের জন্য অনুশীলনের ব্যবস্থা করা হয়েছিল। সেখানে আটটি টেবিলে খেলোয়াড়রা অনুশীলন করার সুযোগ পেয়েছিলেন।

একটা সময় এমন পরিস্থিতি হয়েছিল আন্তর্জাতিক টেবল টেনিস সংস্থার কর্মকর্তারা কলকাতায় এসে ভাবতেই পারছিলেন না অসমাপ্ত স্টেডিয়ামে কিভাবে বিশ্ব টেবল টেনিস প্রতিযোগিতা সংগঠিত করা সম্ভব হবে। তৎকালীন মুখ্যমন্ত্রী সিদ্ধার্থ শংকর রায়ের তৎপরতায় এবং জেসি তালুকদারের ঐকান্তিক প্রয়াসে ঐতিহ্যশালী নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বিশ্ব টেবল টেনিস প্রতিযোগিতার আসর অনুষ্ঠিত হয়েছিল দারুনভাবে।