• facebook
  • twitter
Friday, 5 December, 2025

র‍্যাঙ্কিংয়ে দু’নম্বরে উঠে এলেন নীরজ

টোকিও অলিম্পিকের আসরে প্রথমবার সােনা জয়ের পর হু হু করে এগিয়ে চলেছেন ভারতীয় জ্যাভলিন থ্রোয়ার নীরজ। চোপড়া। অলিম্পিকের ক্রমতালিকায়।

নীরজ চোপড়া (Photo: IANS)

টোকিও অলিম্পিকের আসরে প্রথমবার সােনা জয়ের পর হু হু করে এগিয়ে চলেছেন ভারতীয় জ্যাভলিন থ্রোয়ার নীরজ। চোপড়া। অলিম্পিকের ক্রমতালিকায়। দু’নম্বরে উঠে এলেন তিনি। অলিম্পিকের আগে প্রথম দশের বাইরে ছিলেন নীরজ চোপড়া। ১

৬ নম্বর থেকে এক লাফে ১৪ ধাপ উঠে এলেন নীরজ চোপড়া। নীরজের সামনে রয়েছেন জার্মানির জোহানাস ভেট। তার পয়েন্ট ১,৩৯৬। আর নীরজের সংগ্রহে রয়েছে ১,৩১৫ পয়েন্ট। পয়েন্টের ব্যবধান একটা বেশি নয়। ধারাবাহিকতা বজায় রাখতে পারলে নীরজ এক নম্বর স্থানে উঠে আসতে পারেন।

Advertisement

বলে রাখা ভালাে, টোকিও অলিম্পিকে দ্বিতীয় থ্রোতে ৮৭,৫৮ মিটার জ্যাভলিন ছুঁড়েই সােনার পদক জয় করে নিলেন নীরজ। অলিম্পিকের ইতিহাসে প্রথম ভারতীয় হিসেবে তিনি অ্যাথলেটিক্সের আসরে প্রথমবার সােনা জয় করেন।

Advertisement

Advertisement