• facebook
  • twitter
Friday, 5 December, 2025

র‍্যাঙ্কিংয়ে উন্নতি মানধানাদের  

ব্যাটসম্যানদের তালিকায় দু'ধাপ উঠে ঊনত্রিশতমস্থানে। চলতি সিরিজে দুরন্ত ফর্মে থাকা শেফালি কেরিয়ারের সেরা ছত্রিশতম স্থানে রয়েছেন।

চলতি শ্রীলঙ্কার বিরুদ্ধে সোমবার দ্বিতীয় একদিনের ম্যাচে দারুণ পারফরমেন্স করে দেখানোর পরই মঙ্গলবার আইসিসি ঘোষিত মহিলাদের একদিনের ক্রিকেটের র‍্যাঙ্কিংয়ে ব্যাটিং তালিকায় উন্নতি ঘটল স্মৃতি মানধানা ও শেফালি শর্মাদের।

স্মৃতি মানধানা অষ্টমস্থানে উঠে এসেছেন। দীপ্তি শর্মা বল সুবাদে বোলারদের তালিকায় তিন ধাপ উঠে ষোলোতম স্থানে রয়েছেন।

Advertisement

এবং ব্যাটসম্যানদের তালিকায় দু’ধাপ উঠে ঊনত্রিশতমস্থানে। চলতি সিরিজে দুরন্ত ফর্মে থাকা শেফালি কেরিয়ারের সেরা ছত্রিশতম স্থানে রয়েছেন।

Advertisement

Advertisement