ক্যাচ ফস্কে ফেলতে যাচ্ছিলেন। আর সেখানেই ঘটনার সূত্রপাত। বাংলাদেশ ঘরােয়া টি-টোয়েন্টি লিগে ফিল্ডারের ক্যাচ ফস্কে ফেলার বিষয়ে মাথা গরম করে সতীর্থকে মেরেই দিতে যাচ্ছিল মুশফিকুর রহিম।
একটি ক্যাচ ওঠে সেখানে রহিম ও নাসুম দুজনে ক্যাচ নিতে ধাক্কা লাগে। আর রহিম ক্যাচ ধরে নিয়েছিলেন। কিন্তু তখন রহিম মাথা গরম করে ফেলে তার সতীর্থদের দিকে তেড়ে যান।
Advertisement
এরফলে রহিমের ম্যাচ ফি হিসাবে পঁচিশ শতাংশ কেটে নেওয়া হয়েছে। এবং রহিম নিজের ব্যবহারের জন্য ক্ষমাও চেয়ে নিয়েছেন।
Advertisement
Advertisement



