• facebook
  • twitter
Tuesday, 18 March, 2025

ইস্টবেঙ্গল ও মহমেডানকে হারিয়ে মোহনবাগান ফুটবলাররা নজর কাড়ল

সবুজ-মেরুন জয় তুলে নিল ৪-২ গোলের ব্যবধানে

নিজস্ব চিত্র

লাল হলুদ শিবিরে শুধুই দুঃস্বপ্নের রাত। চলতি মরসুমে কলকাতা ডার্বিতে ইস্টবেঙ্গল হেরেছে মোহনবাগান সুপার জায়ান্টসের কাছে। আইএসএল ফুটবলে সেই হারের ধারা অব্যাহত রয়েছে। সিনিয়র থেকে জুনিয়র, সব ডার্বিতেই মোহনবাগানের কাছে বার বার হারতে হচ্ছে তাদের। শনিবার অনূর্ধ্ব-১৫ লিগে মোহনবাগানের কাছে চার গোল খেল ইস্টবেঙ্গল।

শনিবার অনূর্ধ্ব-১৫ লিগে মোহনবাগানের কাছে চার গোল খেল ইস্টবেঙ্গল। সবুজ-মেরুন জয় তুলে নিল ৪-২ গোলের ব্যবধানে।

এ দিন অনূর্ধ্ব-১৫ লিগে জুনিয়র গ্রুপের খেলায় মুখোমুখি হয়েছিল মোহনবাগান এবং ইস্টবেঙ্গল। কল্যাণী স্টেডিয়ামে সেই ম্যাচ অনায়াসে জিতে গিয়েছে মোহনবাগান। রাজদীপ পাল হ্যাটট্রিক করেছে। অপর গোলটি আসে রোহিত বর্মনের কাছ থেকে। দলে যথেষ্ট অনূর্ধ্ব-১৫ ফুটবলার না থাকায় অনূর্ধ্ব-১৩ দলের সাত জনকে রেখেছিল মোহনবাগান।

সব মিলিয়ে চলতি মরসুমে এই নিয়ে সাতটি কলকাতা ডার্বি হয়েছে। দু’টি ডার্বি ড্র হয়েছে। বাকি সবক’টিতেই জিতেছে মোহনবাগান। শেষ বার ২৯ জানুয়ারি অনূর্ধ্ব-১৭ লিগে কলকাতা ডার্বি ড্র হয়েছিল। এ দিন মোহনবাগান এক সময় ৪-০ গোলে এগিয়ে গিয়েছিল। শেষ দিকে দু’টি গোল শোধ করে ইস্টবেঙ্গলের রোমিত দাস এবং শিশির সরকার।

এই লিগে আরও একটি কলকাতা ডার্বি হবে আগামী ৪ মার্চ। ফিরতি দফার ডার্বিতে মুখোমুখি হবে দুই দল। এই লিগে ইস্টবেঙ্গলের ম্যাচ বাকি বিধাননগর মিউনিসিপ্যাল স্পোর্টস অ্যাকাডেমি, মহমেডান, অ্যাডামাস ইউনাইটেড স্পোর্টস অ্যাকাডেমি, বেঙ্গল ফুটবল অ্যাকাডেমির বিরুদ্ধে। প্রত্যেকের সঙ্গে দু’টি করে ম্যাচ হবে। মোহনবাগানও এই চার প্রতিপক্ষের বিরুদ্ধে দু’টি করে ম্যাচ খেলবে।

এদিন অনুর্ধ্ব ১৭ ড্রিম স্পোর্টস চ্যাম্পিয়নশিপে ডার্বি জিতেছে মোহনবাগান। মোহনবাগান ২-১ গোলে মহমেডান স্পোর্টিং ক্লাবকে হারিয়ে জাতীয় স্তরের ফাইনালে পৌঁছে গেল। এরপর জাতীয় স্তরের রাউন্ডে মোহনবাগানকে খেলতে হবে পাঞ্জাব এফসি, চেন্নাইয়িন এফসি ও রিলায়েন্স ফাউন্ডেশন ইয়ং চ্যাম্পসদের বিরুদ্ধে। একই দিনে মোহনবাগান অপর দুই প্রধানের বিরুদ্ধে জয় তুলে নিয়ে নজির গড়ল।