• facebook
  • twitter
Friday, 5 December, 2025

মাইক হাসি নেগেটিভ আবারও করােনা পজিটিভ ঋদ্ধির

প্রথমবার করােনা টেস্ট করানাের পর পজিটিভ রিপাের্ট আসার পর আইসােলেশনে থাকার পর দ্বিতীয় বার করােনা পরীক্ষার পর শুক্রবার হাসির রিপাের্ট নেগেটিভ এসেছে।

ঋদ্ধিমান সাহা (ছবি : AFP)

চেন্নাই সুপার কিংসের ব্যাটিং কোচ মাইক হাসি করােনামুক্ত হলেন। প্রথমবার করােনা টেস্ট করানাের পর পজিটিভ রিপাের্ট আসার পর আইসােলেশনে থাকার পর দ্বিতীয় বার করােনা পরীক্ষার পর শুক্রবার হাসির রিপাের্ট নেগেটিভ এসেছে। কার্যত রবিবার দেশে ফেরার উদ্দেশ্যে বেরােবেন মাইক হাসি এমন কথাই জানা গিয়েছে।

এদিকে আবারও করােনা পজিটিভ রিপাের্ট এল বাংলার ক্রিকেটার ঋদ্ধিমান সাহার। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ এবং ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে খেলার জন্য তাঁর নাম রয়েছে। সেখানে তিনি কি করে অংশ নেবেন সেটা নিয়ে সকলেই চিন্তিত।

Advertisement

২৫ মে মুম্বইয়ে জৈব সুরক্ষা বলয়ে থাকবে ভারতীয় ক্রিকেটাররা। তার আগে ঋদ্ধির পুনরায় রিপাের্ট পজিটিভ আসায় সকলেই খুব চিন্তিত হয়ে পড়েছেন।

Advertisement

Advertisement