শ্রীলঙ্কায় আবারও জনরোষ, জারি হল কারফিউ

দেশ ছেড়ে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে পালিয়ে গিয়েছেন মালদ্বীপে। এদিকে বুধবার সকাল থেকে শ্রীলঙ্কায় আবারও জনরোষ দেখা দিয়েছে।

Written by Arnab Biswas Colombo | July 13, 2022 3:14 pm

A protester waves a national flag outside.

দেশ ছেড়ে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে পালিয়ে গিয়েছেন মালদ্বীপে। এদিকে বুধবার সকাল থেকে শ্রীলঙ্কায় আবারও জনরোষ দেখা দিয়েছে।

সেনা ঘিরে রেখেছে প্রধানমন্ত্রীর বাসভবন। এই পরিস্থিতিতেই জরুরি অবস্থা জারি হয়ে গেছে শ্রীলঙ্কায়।

দাবানলের মতন চাউর হয়ে যায় প্রেসিডেন্টের দেশ ছেড়ে পালানোর খবর। যার ফলে বিক্ষোভকারীরা নেমে পড়েন রাস্তার প্রতিবাদে এবং তাঁরা পার্লামেন্ট ও প্রধানমন্ত্রীর বাসভবনের উদ্দেশ্যে মিছিল করেন।

যদিও সেনারা তা পার্লামেন্টের প্রায় ২০০ মিটার আগেই আটকে দেন। প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিঙ্ঘেরও পদত্যাগের দাবি তোলেন তারা।

স্থানীয় সময় দুপুর ১টার মধ্যে প্রধানমন্ত্রী ইস্তফা না দিলে পরিস্থিতি আরও অগ্নিগর্ভ হবে বলে হুঁশিয়ারি দিয়েছিলেন বিক্ষোভকারীরা।

কিন্তু প্রধানমন্ত্রী পদত্যাগের কোন খবর না আসায় প্রধানমন্ত্রীর বাসভবন ঘেরাও করে নেয় বিক্ষোভকারীরা যার ফলে সৃষ্টি হয় চরম বিশৃঙ্খলতার।

প্রেসিডেন্টের দেশ ছেড়ে পালানো এবং প্রধানমন্ত্রীর পদত্যাগ না দেওয়া সবমিলিয়ে পরিস্থিতি বিশৃঙ্খল করে তোলে।  বিক্ষোভকারীদের আটকানোর জন্য জারি করা হয় কারফিউ