• facebook
  • twitter
Saturday, 6 December, 2025

মাইকেল শুখামারের ছেলে ফর্মুলা ওয়ানে

মাইকেল শুখামারের ছেলে মিক শুখামার পরের মরশুমে নামতে চলেছেন ফর্মুলা ওয়ানে। আগামি বছর একুশ বছর বয়সী মিককে দেখা যাবে হাস দলের হয়ে।

মিক শুখামার ( ছবি: টুইটার | @SchumacherMick)

মাইকেল শুখামারের ছেলে মিক শুখামার পরের মরশুমে নামতে চলেছেন ফর্মুলা ওয়ানে। আগামি বছর একুশ বছর বয়সী মিককে দেখা যাবে হাস দলের হয়ে। মিকের অংশ নেওয়ার মানে কিংবদন্তী মাইকেল শুখামারের পদবী আবার ফর্মুলা ওয়ানে দেখা যাবে।

সােশ্যাল মিডিয়ায় এই ব্যাপারটা এখন বেশ চর্চিত হচ্ছে। হাস দল জানিয়ে দিয়েছে যে কয়েক বছরের চুক্তিতে মিক শুখামার যােগ দিতে চলেছেন। এর এই মরশুমে ফর্মুলা দুই রেসিংয়ে শিরােনামে এসেছিলেন মিক।

Advertisement

Advertisement

Advertisement