বাবা এবং ছেলের সম্পর্কের দ্বিধা-দ্বন্দের গল্প স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্র উহ্য

ইউনিটি পিকচার্সের নিবেদনে এই ছবিতে অভিনয়ে আছেন বরুণ চন্দ, সম্রাট মুখোপাধ্যায়। চিত্রগ্রহণে তুহিন দাশগুপ্ত। প্রযোজনায় মৈত্রেয়ী দে।

Written by Arnab Biswas Kolkata | March 22, 2022 12:17 pm

পরিচালক ইন্দ্রনীল বন্দোপাধ্যায় ভারতবর্ষের প্রথম ক্ষুদ্র রোমাঞ্চ সিরিজ এবং নয়টি আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত ছবি উর্মি মালা বানানোর পরবর্তীতে বর্তমানে একটি স্বল্প দৈর্ঘ্যের ছবি “উহ্য” তৈরীতে ব্যস্ত। ছবিটি এক বাবা ও তার ছেলের সম্পর্কের দ্বিধা-দ্বন্দের গল্প বলবে।

ছেলেটি একদিন বাজার থেকে নানান সবজি ও পাঁঠার মাংস কিনে এনে যত্ন করে তা রেঁধে বাবার কাছে পরিবেশন করতে গেলে তার বাবা তা ছুঁড়ে ফেলে দেন এবং মনে করিয়ে দেন তার একটা স্ট্রোক হয়ে যাওয়ার পর থেকে তিনি এই মাংস খাওয়া ছেড়ে দিয়েছেন।

জেনেশুনে তাকে এই খাবার দিয়ে তার ছেলে তাকে মেরে ফেলতে চাইছে। এরপর তাদের মধ্যে তর্কাতর্কি শুরু হয় এবং সেখান থেকে বোঝা যায় তারা পিতা-পুত্র।

নানান কথাবার্তার মধ্যে দিয়ে তাদের একে অপরের প্রতি যাবতীয় ক্ষোভ, বিদ্বেষ, রাগ, অভিমান উঠে আসে।

একের পর এক অমীমাংসিত অভিযোগের তীর একে অপরকে বিদ্ধ করে এবং এক নিঃসীম শূণ্যতা ছেড়ে রেখে যায় একে অপরের মধ্যে।

ইউনিটি পিকচার্সের নিবেদনে এই ছবিতে অভিনয়ে আছেন বরুণ চন্দ, সম্রাট মুখোপাধ্যায়। চিত্রগ্রহণে তুহিন দাশগুপ্ত। প্রযোজনায় মৈত্রেয়ী দে।