• facebook
  • twitter
Thursday, 19 September, 2024

মেরি কম ও সরিতা সেমিফাইনালে

বুলগেরিয়াতে অনুষ্ঠিত ৬৯ তম স্ট্যানজা মেমোরিয়াল বক্সিং প্রতিযোগিতায় (পুরুষ ও মহিলা) ভারতের মেরি কম ও সরিতা দেবী সেমিফাইনালে পোঁছে পদক নিসচিত করে ফেলেছে। ৩৫ বছর বয়সী মেরি কম ৪৮ কেজি বিভাগে রুমানিয়ার স্টেলুতা দুতাকে পরাস্ত করে শেষ চারে পৌঁছে যান। এশিয়ান চ্যাম্পিয়নশিপে ও ইন্ডিয়ান ওপেনে কয়েকদিন আগেই সোনা জেতেন মেরি কম। এশিয়ান চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ ও

মেরি কম ও সরিতা সেমিফাইনালে

বুলগেরিয়াতে অনুষ্ঠিত ৬৯ তম স্ট্যানজা মেমোরিয়াল বক্সিং প্রতিযোগিতায় (পুরুষ ও মহিলা) ভারতের মেরি কম ও সরিতা দেবী সেমিফাইনালে পোঁছে পদক নিসচিত করে ফেলেছে।
৩৫ বছর বয়সী মেরি কম ৪৮ কেজি বিভাগে রুমানিয়ার স্টেলুতা দুতাকে পরাস্ত করে শেষ চারে পৌঁছে যান। এশিয়ান চ্যাম্পিয়নশিপে ও ইন্ডিয়ান ওপেনে কয়েকদিন আগেই সোনা জেতেন মেরি কম।
এশিয়ান চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ ও ইন্ডিয়ান ওপেনে রূপোর পদকজয়ী সরিতা শেষ আটের মড়াইয়ে চিনের কিউ ইয়া ওয়েনকে ৬০ কেজি বিভাগে পরাস্ত করে সেমিফাইনালে পৌঁছে যায়।
মেরি কম ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করবেন রোমানিয়ার প্রতিনিধির সঙ্গে। পুরষদের ৩৪ কেজি বিভাগে ধীরাজ রাঙ্গি হেরে গেছেন লুইস কোলিন রিচার্নোর কাছে। তবে ভারতের ছয়টি পদক ইতিমধ্যেই চলে এসেছে।
সীমা পুনিয়া, সুইটি বুরা, মিনা কুমারি দেবী, ভগবতী কাচারি পদক পাচ্ছেনই।