• facebook
  • twitter
Monday, 7 October, 2024

সোনা জয় মেরি কমের

দিল্লি, ১ ফেব্রুয়ারি- ফেভারিট হিসাবে ইন্ডিয়া ওপেন বক্সিং প্রতিযোগিতার ফাইনালে খেলতে নেমেছিলেন ভারতীয় বক্সার মেরি কম। বৃহস্পতিবার ফাইনাল খেলায় মণিপুর কন্যা হারিয়ে দিলেন উজবেকিস্তানের বক্সারকে। আটচল্লিশ বিভাগে জোসি গাবুকোর বিরুদ্ধে ৪-১ ব্যবধানে জয় তুলে নিয়ে সোনা ঘরে আনলেন ভারতীয় বক্সার মেরি কম। অন্যদিকে ললিতা দেবী ষাট কেজি বিভাগে ফাইনালে ফিনল্যান্ডের অলিম্পিকে ব্রোঞ্জ জয়ী মিরা’র কাছে

সোনা জয় মেরি কমের

দিল্লি, ১ ফেব্রুয়ারি- ফেভারিট হিসাবে ইন্ডিয়া ওপেন বক্সিং প্রতিযোগিতার ফাইনালে খেলতে নেমেছিলেন ভারতীয় বক্সার মেরি কম।

বৃহস্পতিবার ফাইনাল খেলায় মণিপুর কন্যা হারিয়ে দিলেন উজবেকিস্তানের বক্সারকে। আটচল্লিশ বিভাগে জোসি গাবুকোর বিরুদ্ধে ৪-১ ব্যবধানে জয় তুলে নিয়ে সোনা ঘরে আনলেন ভারতীয় বক্সার মেরি কম।

অন্যদিকে ললিতা দেবী ষাট কেজি বিভাগে ফাইনালে ফিনল্যান্ডের অলিম্পিকে ব্রোঞ্জ জয়ী মিরা’র কাছে পরাজিত হয়ে রূপোর পদক জয় করলেন।

খেলা শেষে মণিপুর কন্যা জানান, ‘এটা একটা ভালো জয়। আগামীদিনে আরও বড় প্রতিযোগিতা আসছে। সেখানে খেলতে নামার আফে এটা একটা ভালো প্রস্তুতি হল বলে আমি মনে করি। আগামীদিনে এইভাবে প্রতিযোগিতাগুলোয় নিজের সেরা পারফরমান্সের ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করব। তবে, ফাইনাল খেলাটা সবসময় হাড্ডাহাড্ডি লড়াই হয়। আর এটার জন্য অপেক্ষা করেছিলাম। কঠিন ম্যাচ জয় করে পদক জয় করার চেয়ে খুশীর আর কিছুই হয় না। যাইহোক, আমি এখানেই থেমে থাকতে চাই না। ভবিষ্যতে আরও সামনের দিকে এগিয়ে যেতে চাই’।