• facebook
  • twitter
Friday, 5 December, 2025

জাতীয় দল আর্জেন্টিনাকে একহাত নিলেন মারাদোনা

ফিফা পরিচালিত ফ্রেন্ডলি ম্যাচে ভেনেজুয়েলার কাছে আর্জেন্টিনার হারে দারুনভাবে ব্যথিত ফুটবলের রাজপুত্র দিয়েগো মারাদোনা।

দিয়েগো মারাদোনা (File Photo IANS)

আর্জেন্টিনা, ২৫ মার্চ – ফিফা পরিচালিত ফ্রেন্ডলি ম্যাচে ভেনেজুয়েলার কাছে আর্জেন্টিনার হারে দারুনভাবে ব্যথিত ফুটবলের রাজপুত্র দিয়েগো মারাদোনা। এই হারের পরেই বিস্ফোরক মন্তব্য করলেন কিংবদন্তী ফুটবলের মারাদোনা। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন বর্তমান আর্জেন্টিনা দলে খেলোয়াড়দের জাতীয় জার্সি পরার কোনও যোগ্যতাই নেই। শুধু তাই নয় জাতীয় দলের কর্মকর্তাদেরও একহাত নিলেন সমালোচনার মধ্যে দিয়ে। তিনি বলেছেন, সংস্থার কর্মকর্তাদের সচেতন থাকা উচিত ছিল কাদের নিয়ে দলগঠন করা উচিত। শুক্রবার যেভাবে ভেনেজুয়েলার মতো দলের কাছে বিশ্রিভাবে হারলো আর্জেন্টিনা, তার কোনও ক্ষমা নেই। আর্জেন্টিনাকে হারতে হয়েছে ১-৩ গোলের ব্যবধানে। আর সেই দলে খেলেছেন লিওনেল মেসি। মারাদোনা নিজে বলেছেন, আমি কখনোই এই ধরনের ম্যাচ দেখবার কোনও চেষ্টা করি না। এর থেকে কোনও ভুতের সিনেমা দেখা ভালো। কেউ কি ভেবেছিল আর্জেন্টিনাকে এমনভাবে হারতে হবে? আর্জেন্টিনার ফুটবল সংস্থার কর্মকর্তারা জাতীয় দলের মর্যাদা নিয়ে ছেলেখেলা করছেন। মনে রাখতে হবে দেশবাসী অপেক্ষা করে থাকে আর্জেন্টিনা দলের ফলাফলের দিকে। তাদের আবেগকে মনে রাখতে হবে কখনোই ছোটো করে দেখবার জায়গা নেই। অন্য কোনও দেশের ফুটবল দলকে মনে রাখতে হবে আর্জেন্টিনা এমন একটা জাতীয় দল, সেই দলের অবস্থান নিয়ে সারা বিশ্ব চিন্তা করে। সেই দেশকে যদি এমনভাবে লজ্জার হারের সামনে পড়তে হয়, সেই দেশকে নিয়ে নতুন কিছু ভাববার জায়গা থাকে না। তাই মারাদনার বিশ্বাস এই মুহূর্তে খেলোয়াড়দের জার্সি পরে জাতীয় দলের হয়ে খেলার যোগ্যতা আছে কি না তা ভাবতে হবে। এই ম্যাচে আবার লিওনেল মেসি চোট পেয়েছেন, তাই আগামী ম্যাচে তিনি খেলতে পারছেন না।

 

Advertisement

Advertisement

Advertisement