• facebook
  • twitter
Saturday, 21 September, 2024

ব্যাডমিন্টনে ব্রোঞ্জ পেলেন মনীষা

ডেনমার্কের খেলোয়াড়কে হারিয়ে ভারতের ঝুলিতে আরও এক পদক

প্যারালিম্পিকের ব্যাডমিন্টনে ব্রোঞ্জ পদক পেলেন ভারতের মনীষা রামাদাস। এসইউ ৫ ক্যাটাগরিতে সোমবার ভারতের ব্যাডমিন্টন তারকা হারালেন ডেনমার্কের তারকা ক্যাথরিন রোসেনগ্রেনকে। প্রথম গেম মনীষা জেতেন ২১-১২-এ। দ্বিতীয় গেম খুব সহজেই জিতে নেন মনীষা। খেলার ফল তাঁর অনুকূলে ২১-১২, ২১-৮।

১৯ বছরের মনীষার ম্যাচ জিততে সময় লাগে ২৫ মিনিট। খেলার শুরু থেকে শেষ পর্যন্ত দাপট দেখান ভারতের মনীষা। প্রথম গেম মাত্র ১৩মিনিটে জিতে নেন তিনি। দ্বিতীয় গেম মনীষা জেতেন ১২ মিনিটে।

তুলসীমতীর কাছে হেরে যাওয়ায় ফাইনালে পৌঁছতে পারেননি মনীষা। কিন্তু ব্রোঞ্জ জিতে তিনি প্রায়শ্চিত্ত করলেন। ২০২২ সালে আন্তর্জাতিক মঞ্চে অভিষেক ঘটে তাঁর। শুরুতেই প্রতিশ্রুতির পরিচয় দেন।

২০২২ সালের আগস্টে এসইউ ৫ ক্যাটাগরিতে বিশ্বের একনম্বর হন মনীষা। গোটা ২০২২ সালে তিনি ১১টি সোনা এবং পাঁচটি ব্রোঞ্জ জেতেন। এতেই প্রমাণিত তিনি কতটা দক্ষ। প্যারালিম্পিকেও তাঁর দাপট অব্যাহত থাকে। স্বদেশীয় তুলসীমতীর কাছে হেরে ফাইনালের রাস্তা থেকে ছিটকে গেলেও ব্রো়ঞ্জ পদক নিয়ে তিনি ফিরবেন দেশে।