• facebook
  • twitter
Friday, 6 December, 2024

রাহুল গান্ধির সঙ্গে দেখা করলেন মনু ভাকের

রাহুল গান্ধি শুভেচ্ছা জানিয়ে মনু ভাকেরের কৃতিত্বকে বিশেষ সম্মান জানান

প্যারিস অলিম্পিক্সে জোড়া ব্রোঞ্জ পদকজয়ী শুটার মনু ভাকের পরিবারের সদস্যদের নিয়ে শুক্রবার লোকসভায় দেখা করলেন বিরোধী দলনেতা রাহুল গান্ধির সঙ্গে। সংসদ ভবনে মনু ভাকেরকে দেখেই রাহুল গান্ধি এগিয়ে এসে স্বাগত জানান। মনুর সঙ্গে ছিলেন কোচ যশপাল রানা। মনুর হাতে ফুলের তোড়া তুলে দেন রাহুল নিজেই। তারপরে সবাইকে তিনি মিষ্টি মুখ করান। এখানে উল্লেখ করা যেতে পারে, মনু ভাকের প্রধানমন্ত্রীর সঙ্গেও দেখা করেছেন আগে।  ভারতীয় অলিম্পিক্স ইতিহাসে স্বাধীনতার পরে এই প্রথম কোনও প্রতিযোগী একই অলিম্পিক্স গেমসে জোড়া পদক জয়ের নজির গড়েছেন। রাহুল গান্ধি শুভেচ্ছা জানিয়ে মনু ভাকেরের কৃতিত্বকে বিশেষ সম্মান জানান।