জাভির হাত ধরে ইতিহাসে লেভারকুসেন

Written by SNS April 16, 2024 2:26 pm

গত ১১ বছর ধরে বুন্দেশলিগা চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ৷ রবিবার ওয়ের্ডার ব্রেমেনকে ৫-০ গোলে হারিয়ে ৫ ম্যাচ বাকি থাকতেই বুন্দেশলিগায় ইতিহাস গড়ল বেয়ার লেভারকুসেন৷ এই প্রথম বার বুন্দেশলিগা জিতল তারা৷ নতুন চ্যাম্পিয়ন পেল বুন্দেশলিগা৷ জার্মানির ফুটবল লিগে বায়ার্ন মিউনিখের আধিপত্য থামিয়ে প্রথম বারের জন্য ট্রফি জিতল বেয়ার লেভারকুসেন৷
স্পেনের বিশ্বকাপজয়ী ফুটবলার জাভি অলোনসো দায়িত্ব নেওয়ার পরে বদলে গিয়েছে লেভারকুসেন৷ লিগে টানা ২৯টি ম্যাচে অপরাজিত তারা৷ সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ ৪৩টি ম্যাচে কেউ লেভারকুসেনকে হারাতে পারেনি৷ দাপট দেখিয়ে পাঁচ ম্যাচ বাকি থাকতে ১৬ পয়েন্টের লিড নিয়ে চ্যাম্পিয়ন হল তারা৷ ১৯৯৩ সালের পরে আবার কোনও ট্রফি ঢুকল এই ক্লাবে৷ শেষ কবে বুন্দেশলিগায় কোনও ক্লাব বায়ার্নকে এ ভাবে পিছনে ফেলে চ্যাম্পিয়ন হয়েছে তা মনে করতে পারছেন না বিশেষজ্ঞেরা৷

উচ্ছ্বাসে ভেসে যাচ্ছে পুরো লেভারকুসেন শহর! এ শহরেরই ফুটবল ক্লাব বায়ার লেভারকুসেন, যারা নিজেদের ১২০ বছরের ইতিহাসে গতকালের আগে কখনো বুন্দেসলিগার স্বাদ পায়নি৷ সেই লেভারকুসেনকেই ৫ ম্যাচ হাতে রেখে প্রথমবারের মতো বুন্দেসলিগার শিরোপা জিতিয়ে যেন ‘অমরত্ব’কেই আলিঙ্গন করেছেন দলটির স্প্যানিশ কোচ জাভি আলোনসো৷ এরপর লেভারকুসেনের সমর্থক, খেলোয়াড়, কোচিং স্টাফ, শহরের সাধারণ মানুষ—সবাই ভাসছে আনন্দে৷ এই আনন্দের মধ্যেই জাভি সবাইকে মনে করিয়ে দিয়েছেন, এখনো অবশিষ্ট কাজ আছে, সবকিছু পাওয়া হয়ে যায়নি৷

আলোনসোর এই কথার মানে একটাই—এ মরশুমে লেভারকুসেনের আরও যা পাওয়ার আছে, তার সবই পেতে চান স্প্যানিশ এই কোচ৷ এ মরশুমে তাহলে আর কী জেতার আছে লেভারকুসেনের? ইউরোপা লিগ ও জার্মান কাপের শিরোপা ঘরে তুলে তারা জিততে পারে ট্রেবল৷ মরশুমে সব ম্যাচ অপরাজিত থেকে গড়তে পারে অনন্য এক নজির৷ গত মরশুমের মাঝামাঝি সময়ে লেভারকুসেনের দায়িত্ব নেওয়া আলোনসো চলতি মরশুমে কোনো ম্যাচ হারেননি৷ সব মিলিয়ে গতকাল বুন্দেসলিগার শিরোপা নিশ্চিত করার পর ৪২ বছর বয়সী কোচ বলেছেন, একমাত্র আকাশই তাঁর দলের সাফল্যের সীমানা!
ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে আলোনসো যখন কথা বলছিলেন, হঠাৎই সংবাদ সম্মেলনকক্ষে ঢুকে পড়ে তাঁর খেলোয়াড়েরা৷ বিয়ারের ফোয়ারায় তাঁকে ভিজিয়ে দেন তাঁরা৷ বিয়ারে ভিজতে ভিজতেই জাবি বললেন, ‘এখনো সবকিছু পাওয়া হয়ে যায়নি৷ দেখব, আমরা কত দূর যেতে পারি৷ এটা ভেবে আমার খুব ভালো লাগছে৷’ আরও সাফল্যের বিষয়টি মনে করিয়ে দিলেও আপাতত যা পেয়েছেন, সেটা তাঁর খেলোয়াড়দের উপভোগও করতে দিতে চান আলোনসো, ‘আমরা এখনো যা কিছু আছে, তা অর্জন করতে চাই৷ কিন্ত্ত তা নিয়ে আমরা মঙ্গলবার ভাবতে পারি৷ আজ (গতকাল) এবং আগামীকাল (আজ) আমরা উদ্যাপন করতে চাই৷’

আলোনসোর আগামীর অর্জন নিয়ে ভাবার কথা বলার কারণ আছে৷ বৃহস্পতিবার ইউরোপা লিগে কোয়ার্টার ফাইনালে ওয়েস্ট হামের বিপক্ষে দ্বিতীয় লেগের ম্যাচটি খেলবে লেভারকুসেন৷ সেই ম্যাচের প্রস্তুতি হয়তো মঙ্গলবার থেকেই নিতে শুরু করবে তারা৷ ওয়েস্ট হামের বিপক্ষে প্রথম লেগে নিজেদের মাঠে ২-০ গোলে জিতে সেমিফাইনালে যাওয়ার পথে অনেকটাই এগিয়ে গেছে জাবির দল৷

এই যে গত মৌসুমে আপৎকালীন সময়ে লেভারকুসেনের দায়িত্ব নেওয়া, এরপর সেই মৌসুমে দলকে ষষ্ঠ স্থানে রেখে লিগ শেষ করা আর এবার এখন পর্যন্ত অপরাজিত থেকে বুন্দেসলিগা জয়—এর পেছনের মন্ত্রটা কী আলোনসোর; সংবাদ সম্মেলনে জানতে চাওয়া হয়েছিল এটাও৷ আলোনসোর উত্তর ছিল এ রকম, ‘আমি খেলোয়াড়দের কাছাকাছি থাকতে চাই৷ ওদের সঙ্গে কথা বলি এবং আমি ওদের অনুভূতি সম্পর্কে জানি৷ ওদের প্রতি আমার সহমর্মিতা আর টান আছে৷’

বুন্দেসলিগায় বায়ার্ন মিউনিখের ১১ বছরের রাজত্বের অবসান ঘটিয়ে পাওয়া জেতা শিরোপা নিয়ে আলোনসো এরপর বললেন, ‘এই ট্রফি অনেক মানুষের এবং আমাদের এটা উপভোগ করতে হবে৷ এটা (লেভারকুসেনের শিরোপা জয়) হয়তো বুন্দেসলিগা আর জার্মান ফুটবলের জন্যই স্বাস্থ্যকর এক বিষয়৷’